বাংলা হান্ট ডেস্ক: ‘দিদির দূত’-এর আদলে এবার চালু হতে চলেছে ‘অভিষেকের দূত’ (Abhisheker Doot)। পুজোর আগে নয়া কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাওড়া (Howrah) জেলা থেকেই এই কর্মসূচি শুরু করবে তৃণমূল কংগ্রেস (TMC)। পুজোর আগেই এই নয়া কর্মসূচি শুরু হবে বলে খবর।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, হাওড়া শহরের প্রত্যেকটি ওয়ার্ডে এবং গ্রামীণ এলাকার প্রত্যেকটি পঞ্চায়েতে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এই ‘ডেডিকেটেড টিম’ তৈরি হচ্ছে। ‘অভিষেকের দূত’ লেখা বিশেষ গেঞ্জিও (T-Shirt) তৈরি করা হয়েছে। ওই গেঞ্জি পরেই রাস্তায় সাধারণ মানুষের পাশে থাকবেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
জানা গিয়েছে, মহালয়ার দিন (Mahalaya) অর্থাৎ শনিবার থেকেই শুরু হতে চলেছে এই কর্মসূচি। রাজ্যজুড়ে এই নয়া কর্মসূচির রূপরেখা তৈরি না করা হলেও ধীরে ধীরে এই প্রকল্প রাজ্যস্তরে করা হতে পারে বলে জানা গিয়েছে। তবে আপাতত হাওড়া জেলাতেই এই কর্মসূচি চালু থাকবে। হাওড়ার বিভিন্ন এলাকার শিশুদের জামাও দেওয়া হবে এই কর্মসূচির অধীনে।
কীভাবে এই কর্মসূচির কাজ হবে? এই বিষয়ে হাওড়া জেলা (সদর) যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘এই উৎসবের দিনগুলিতে বহু মানুষ রাস্তায় বের হন। তখন তাঁদের যাতে কোনওরকম অসুবিধায় পড়তে না হয় তার জন্য আমরা সজাগ থাকব। প্রত্যেকটি এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষকে সাহায্য করার জন্য রাস্তায় থাকবেন। কোনও সমস্যা দেখা দিলেই সমস্যা সমাধানে এগিয়ে যাবেন।’
উল্লেখ্য, সাধারণ মানুষের যে কোনও সমস্যার সমাধানে কাজ করবেন ‘অভিষেকের দূতেরা’। উৎসবের দিনে সাধারণ মানুষকে রাস্তা চিনিয়ে দেওয়া, বৃদ্ধদের রাস্তা পার করে দেওয়া, বাস (Bus) না পেলে সাহায্য করা, জল দেওয়া (Drinking Water) ইত্যাদি পরিষেবা দিয়ে থাকবেন ‘অভিষেকের দূত’।