বাংলা হান্ট ডেস্ক: আবারও নয়া অভিনব উদ্যোগ নিতে চলেছে মোদী সরকার।এই উদ্যোগ অনুযায়ী রান্নার তেল দিয়েই চলবে গাড়ি ৷ রান্নার পর বেঁচে থাকা তেল দিয়ে বায়োডিজেল তৈরির করার পরিকল্পনা করা হচ্ছে ৷ এবার থেকে ব্যবহার হওয়া রান্নার তেল কিনবে সংকারি ওয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL, IOC , কারন রান্নার তেল একবার ব্যবহার করার পর পুনঃ ব্যবহার না করাটাই শ্রেয়।একবার ব্যবহৃত রান্নার তেল দ্বিতীয়বার ব্যবহার করলে হাই ব্লাড প্রেসার, অ্যালজাইমার বা লিভার সংক্রান্ত শরীর খারাপ হতে পারে ৷তাই ব্যবহৃত তেলকে অন্য কাজে লাগানোর জন্য এই পরিকল্পনা।
রান্নার গ্যাস থেকে তৈরি বায়োডিজেল কেনার জন্য বিভিন্ন শহরে ১০ অগাস্ট একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ৷এই অভিনব উদ্যোগ যদি সত্যি ঠিকভাবে সফল হয়, পেট্রোলের বিকল্প আসায় প্রাকৃতিক গ্যাস নিঃশেষ হওয়া বিলম্বিত হবে বলে মনে করছে বিজ্ঞানীরা।