বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার বুধবার একটি প্রধান শিল্প প্রকল্প সেন্টার্ড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটস (REPM)-এর অনুমোদন করেছে। এই প্রকল্পটি দেশীয় উৎপাদন বৃদ্ধির জন্য ৭,২৮০ কোটি টাকার বিনিয়োগ করবে। এটি ভারতে (India) এই ধরণের প্রথম প্রকল্প। যেটির লক্ষ্য হল দেশে একটি অত্যাধুনিক চুম্বক উৎপাদন কারখানা স্থাপন করা। যার ক্ষমতা প্রতি বছর হবে ৬,০০০ মেট্রিক টন।
লাভবান হবে ভারত (India):
প্রসঙ্গত উল্লেখ্য যে, রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বকগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। এগুলির ব্যবহার বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে সৌর ও বায়ু শক্তি, মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস, মহাকাশ, প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মতো সেক্টরে ব্যবহৃত হয়। এছাড়াও, এটি মেডিক্যাল সেক্টরেও ব্যবহৃত হয়।

এই প্রকল্পটি কীভাবে কাজ করবে: এই প্রকল্পের অধীনে, সরকার দেশে রেয়ার আর্থ অক্সাইড থেকে শুরু করে তৈরি চুম্বক পর্যন্ত সম্পূর্ণ ভ্যালু চেন তৈরির জন্য ৬,৪৫০ কোটি টাকার বিক্রয়-ভিত্তিক ইনটেনসিভ এবং ৭৫০ কোটি টাকার মূলধন ভর্তুকি প্রদান করবে। প্রকল্পটির অধীনে মোট উৎপাদন ক্ষমতা ৫ সুবিধাভোগীকে একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে বরাদ্দ করা হবে। প্রত্যেক সুবিধাভোগী প্রতি বছর সর্বোচ্চ ১,২০০ টন ক্ষমতা পাবেন। এই প্রকল্পের মেয়াদ হবে ৭ বছর। যেখানে রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট প্ল্যান্ট স্থাপনের জন্য ২ বছর এবং বিক্রয়ের ওপর ইনটেনসিভ দেওয়ার জন্য পরবর্তী ৫ বছর আলাদা রাখা হয়েছে।
আরও পড়ুন: সুখবর! এবার ভারতের এই দুই শহরের মধ্যে ছুটবে বুলেট ট্রেন, ১২ ঘন্টার সফর সম্পন্ন হবে ২ ঘণ্টা ২০ মিনিটে
জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত চিনের রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য ছিল। চিন কর্তৃক আরোপিত সাম্প্রতিক রফতানি নিষেধাজ্ঞার ফলে সাপ্লাই চেনে ব্যাঘাত ঘটেছে। যার প্রভাব পড়েছে মোটরগাড়ি এবং ইলেকট্রনিক্স সেক্টর সহ ব্যবহারকারী শিল্পগুলিতে।
আরও পড়ুন: ৪০৮ রানে পরাজিত টিম ইন্ডিয়া! দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
সরকারের লক্ষ্য: কেন্দ্রীয় সরকারের মতে, এই প্রকল্পটি আত্মনির্ভর ভারত মিশন, নেট-জিরো ২০৭০ লক্ষ্য এবং ২০৪৭ সালে বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্প দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা ছাড়াও শিল্প সংক্রান্ত সাপ্লাই চেনকে শক্তিশালী করবে এবং বিশ্ব REPM বাজারে ভারতকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানেও পৌঁছে দেবে।












