এবার ট্রেনেই যাওয়া যাবে নাথুলা! চীনকে চাপে ফেলতে সিকিম সীমান্ত পর্যন্ত রেললাইন বিস্তার ভারতের

বাংলাহান্ট ডেস্ক : এবার আর শুধু গ্যাংটক (Gangtok) নয়। সবকিছু ঠিক থাকলে কিছুদিন পর থেকেই ট্রেনে করে পৌঁছে যাওয়া যাবে নাথুলা পর্যন্ত। নাথুলা একেবারে চীনের (China) সীমান্তে। সেনাবাহিনী জওয়ানরা সেই জন্য সব সময় এই জায়গা নিয়ে সতর্ক থাকেন। এই এলাকায় জারি থাকে বাড়তি কিছু নিষেধাজ্ঞা। যারা সিকিম (Sikim) ঘুরতে যান তাদের ভ্রমণ তালিকায় থাকে নাথুলা। তবে চীনের এই সীমান্তবর্তী এলাকায় ভ্রমণের জন্য নিতে হয় বিশেষ অনুমতি পত্র।

বেশ কিছু কড়া নিয়ম মানতে হয় পর্যটকদের। বর্তমানে পাহাড়ি পথ পেয়ে গ্যাংটক থেকে গাড়ি করে পৌঁছানো যায় নাথুলায়। কিন্তু আগামী দিনে রেল চিন্তা ভাবনা করছে নাথুলার আন্তর্জাতিক সীমানা পর্যন্ত রেললাইন পাতার জন্য। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিন দিনের সিকিম সফরে এসেছিলেন। সেখানে তিনি জানান, নাথুলা পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে, রেললাইনের কাজ চলছে দার্জিলিংয়ের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত।

   

সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখেন রেলমন্ত্রী (Ashwini Vaishnaw)। তিনি জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস আগামী বছর ডিসেম্বরে আসবে রংপোতে। আগামী দিনে সিকিমের গেটওয়ে হিসেবে কাজ করবে রংপো। রেলমন্ত্রী জানিয়েছেন, “সেবক থেকে রংপো পর্যন্ত এই কাজ আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। অনেক টানেল ও ব্রিজ করতে হয়েছে এই রেললাইন করার জন্য। এই কাজ শেষ করা হবে আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে।”

indianrailways 1280x720 1

প্রসঙ্গত, সেবক থেকে রংপো পর্যন্ত রয়েছে ৪৫ কিলোমিটার পথ। এই পথে নির্মাণ করা হয়েছে ১৪ টি টানেল, ২২ টি ব্রিজ ও ৫ টি স্টেশন। রেলের পরিকল্পনা রয়েছে রংপো থেকে রেললাইন বিস্তার করে নাথুলা পর্যন্ত নিয়ে যাওয়া। শুধুমাত্র পর্যটকদের সুবিধাই নয়, সিকিমের যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি ও নিরাপত্তার স্বার্থে সরকার নাথুলা পর্যন্ত রেল ব্যবস্থা গড়ে তুলতে চাইছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর