গঙ্গার নীচে যাত্রা হবে আরও সহজ, লক্ষ লক্ষ যাত্রীর সুবিধার্থে মেগা প্ল্যান মেট্রোর

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরের মধ্যেই আরো চারটি মেট্রোরেট আসছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে। মূলত যাত্রীদের ভিড় সামাল দিতেই এই উদ্যোগ। ইতিমধ্যেই তিনটি নতুন রেকের বরাত দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেডকে (বিইএমএল)। শীঘ্রই সেগুলোই মেট্রো কর্তৃপক্ষের হাতে আসবে।

বর্তমানে ১৪ টি রেকর্ড রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের হাতে। তার সঙ্গে আরও সাতটি যুক্ত হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে অক্টোবরেই। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু আছে বর্তমানে।

আরোও পড়ুন : বাংলাকে উপহার রেলের, শিয়ালদা থেকে এই জনপ্রিয় রুটে ছুটবে নয়া এক্সপ্রেস! জানুন টাইমটেবিল

শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২.৫ কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবরেই। প্রতিবেদন অনুযায়ী, পাঁচ মিনিটের ব্যবধানে মেট্রো চালাতে গেলে সাতটি রেক খুবই প্রয়োজনীয়। কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে যতগুলি মেট্রো চালানো হয় প্রায় একই সংখ্যক পরিষেবার মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে। বেশি সংখ্যায় মেট্রো চালানো হতে পারে।

Metro

স্বাভাবিকভাবেই, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সমগ্র অংশে পরিষেবা চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। প্রত্যেকদিন সাত লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করবেন বলে মনে করছেন তারা। বর্তমানে হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানেড পর্যন্ত সারাদিন ধরে ১৩০ টি মেট্রো চলে। ১০৬টি মেট্রো চলে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর