এই ‘হেভিওয়েট’ তৃণমূল নেতাই ফাঁসিয়েছে তাকে, আদালতে নাম বলে তোলপাড় ফেললেন আরাবুল!

বাংলা হান্ট ডেস্কঃ ভোট আসতেই শিরোনামে উঠে এসেছে তৃণমূলের (TMC) গোষ্ঠীকোন্দলের খবর। একটা সময় যেমন ভাঙড়ে শোনা যেত আরাবুল ইসলাম (Arabul Islam) এবং শওকত মোল্লার (Saokat Molla) ‘দ্বন্দ্বে’র কথা। এখন অবশ্য আরাবুল জেলে। তবে এবার আদালতের কাছে এক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকতের প্ররোচনাতেই আরাবুলের বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগ তাঁর আইনজীবীর।

২০২৩ সালের এপ্রিল মাসে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা করতে গিয়ে খুন হন আইএসএফ কর্মী মইনুদ্দিন মোল্লা। স্থানীয় ‘হেভিওয়েট’ আরাবুলের নাম জড়ায় সেই মামলায়। এই বছর ফেব্রুয়ারি মাসে আচমকাই এই মামলায় গ্রেফতার করা হয় আরাবুলকে। তবে গ্রেফতার করার আগে তাঁর বিরুদ্ধে লাখ লাখ টাকার তোলাবাজির ধারাও যুক্ত করে পুলিশ।

এদিকে একটা সময় আরাবুলের সঙ্গে শওকতের দ্বন্দ্বের খবর শোনা গেলেও, পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমতো পাল্টে গিয়েছিল সেই ছবি। ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছিলেন শওকত। এরপর আরাবুল এবং কাইজার আহমেদের সঙ্গে বৈঠক করেন তিনি। তাঁদের দু’জনকে সঙ্গে নিয়ে মিছিলেও হেঁটেছিলেন।

আরও পড়ুনঃ ‘এই সাহস ওসি পেলেন কী করে?’ ভূপতিনগর কাণ্ডে হাই কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ!

তবে লোকসভা ভোটের আগেই আচমকা গ্রেফতার হন আরাবুল। বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয় তাঁকে। এদিকে সম্প্রতি আরাবুলের আইনজীবী পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনেছেন। নিত্য নতুন মামলায় তাঁর মক্কেলকে ফাঁসাতে চাইছে পুলিশ, এই দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন আরাবুলের আইনজীবী।

arabul islam saokat molla

এই মামলাতেই এবার উঠে এল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের নাম। শওকতের প্ররোচনাতেই আরাবুলের বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করেন তাঁর আইনজীবী। সোমবার রাজ্যের কাছ থেকে বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে আদালত। এখনও অবধি আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা হয়েছে? কতগুলি চার্জশিট দেওয়া হয়েছে? জানতে চেয়েছে আদালত। আগামী ১৬ এপ্রিল মামলার আগামী শুনানি রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর