আনলিমিটেড ডেটা, ৮২ দিন ভ্যালিডিটি! ৬ টাকার প্ল্যানেই কিস্তিমাত BSNL’র

বাংলাহান্ট ডেস্ক : প্রযুক্তিগত দিক থেকে বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে সরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। এখনো দেশের প্রতিটি কোণায় এই সংস্থা নিজেদের 4G পরিষেবা শুরু করে উঠতে পারেনি।

কিন্তু গ্রাহকদের সন্তুষ্ট রাখতে বিএসএনএল মাঝেমধ্যেই ধামাকাদার কিছু রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়। তেমনভাবে এবারও বিএসএনএল আরো একটি দুর্দান্ত অফার গ্রাহকদের জন্য নিয়ে এল। এই অফার শুনলে বিএসএনএল গ্রাহকরা খুশিতে লাফিয়ে উঠবেন। ৬ মাস, ১ বছর ও ১ বছরের বেশি মেয়াদের রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল।

তবে আজকের এই প্রতিবেদনে আমরা বিএসএনএল সর্বশ্রেষ্ঠ একটি রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করব। এই প্ল্যানের বৈধতা প্রায় তিন মাস। অত্যন্ত লাভদায়ক এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন অফুরন্ত ডেটার সুবিধা। ৪৮৫ টাকার এই প্ল্যানে বিএসএনএল একাধিক সুবিধা দিচ্ছে গ্রাহকদের।

মোট ৮২ দিনের বৈধতা রয়েছে ৪৮৫ টাকার এই রিচার্জ প্ল্যানে। একবার এই টাকা দিয়ে রিচার্জ করলে তিন মাসের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন পেয়ে যাবেন ১.৫ জিবি করে হাই স্পিড ডেটা। দেশের যে কোনও প্রান্তে থাকবে আনলিমিটেড ফোন করার সুবিধা।

BSNL 2

এছাড়াও প্রতিদিন ১০০ টি করে বিনামূল্যে এসএমএস পাঠাতে পারবেন। অংক কষে দৈনিক গড় হিসাব ধরলে এই প্ল্যানে আপনার প্রতিদিন ছয় টাকার কাছাকাছি খরচ হবে। সেই হিসাবে প্রতিমাসে মাত্র ১৬২ টাকা খরচ হবে আপনার। প্রতিদিন ৬ টাকায় আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা, ফোন ও এসএমএস এর সুবিধা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর