পাত্তা পাবে না Jio-Airtel, ৯০ দিনের সবথেকে সস্তা প্ল্যান লঞ্চ করল BSNL

বাংলাহান্ট ডেস্ক : বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই পিছিয়ে। বর্তমানে জিও ও airtel দেশে 5G পরিষেবা শুরু করে দিয়েছে। কিন্তু বিএসএনএল এখনো 3G পরিষেবাতেই সীমাবদ্ধ। এমন অবস্থায় গ্রাহকদের খুশি রাখতে বিভিন্ন সময় সরকারি এই টেলিকম সংস্থাটি সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে আসে।

এবার এমনই একটি নতুন আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। যাদের ডেটার থেকে বেশি কলিংয়ের প্রয়োজন হয় তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। এক কথায় এটি সস্তার ভয়েস কল ভাউচার। বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের মূল্য ৪৩৯ টাকা। এর বৈধতা ৯০ দিন। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহক পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা।

লোকাল কলের পাশাপাশি এসটিডি কলেও আনলিমিটেড সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ৩০০ টি বিনামূল্যে এসএমএসের সুবিধা। তবে বলে রাখা ভালো এই প্ল্যানে গ্রাহকরা কলিং ও এসএমএস ছাড়া আর অন্য কোনও সুবিধা পাবেন না। বিএসএনএল এর মতো ভোডাফোন আইডিয়ারও একটি ৯০ দিনের রিচার্জ প্ল্যান রয়েছে।

BSNL 2

এই প্ল্যানের মূল্য ৯০১ টাকা। এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে ডাটা। এছাড়াও আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে ৯০ দিনের জন্য। পাশাপাশি প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানো যাবে এই রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করলে। পাশাপাশি থাকবে SunNXT-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর