রোজ ৩ জিবি ডেটা , সঙ্গে আনলিমিটেড কল! ২০০ টাকারও কমে দুর্দান্ত প্ল্যান লঞ্চ করল BSNL

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited) গ্রাহক সংখ্যা খুবই কম। প্রযুক্তিগত দিক থেকেও এই সংস্থা অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থার থেকে পিছিয়ে। তবে গ্রাহকদের খুশি রাখতে বিএসএনএল মাঝেমধ্যেই দুর্দান্ত প্ল্যান লঞ্চ করে।

বিএসএনএল এর সাশ্রয়ী তিনটি প্ল্যান আছে যেগুলির বৈধতা প্রায় এক মাস। BSNL PV 107, BSNL STV 147 এবং BSNL STV 185 এই তিনটি প্ল্যান গ্রাহকদের জন্য ‘সস্তার পুষ্টিকর খাদ্য’ করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলোর বিস্তারিত।

   

১০৭ টাকার প্ল্যান: বিএসএনএল এর এই প্ল্যানের বৈধতা ৩৫ দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন। একই সাথে থাকছে ২০০ মিনিট লোকাল ও এস টি ডি ফোন করার সুযোগ। এছাড়াও এতে ৩৫ দিনের জন্য বিএসএনএল গ্রাহকরা বিনামূল্যে কলার টিউন সেট করার সুবিধা পেয়ে যাবেন।

১৪৭ টাকার প্ল্যান: ৩০ দিনের বৈধতার এই প্ল্যানে বিএসএনএল গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কল করার সুবিধা। এছাড়াও ১০ জিবি বাল্ক ডেটা পাবেন যা ইচ্ছামতো গ্রহণ করা ব্যবহার করতে পারবেন। বাড়তি পাওনা হিসেবে থাকছে এসএমএস ও বিএসএনএল টিউন এর সুবিধা।

BSNL

১৮৫ টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। গ্রাহকরা এই প্ল্যানে পেয়ে যাবেন প্রতিদিন ১ জিবি করে ডেটা। বিএসএনএল সহ যে কোনও নেটওয়ার্ক এ সারাদেশে আনলিমিটেড কল করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও থাকছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর