বাংলাহান্ট ডেস্ক : ভারতের টেলিকম দুনিয়ায় প্রত্যেকটি সংস্থাই একে অপরকে প্রতি মুহূর্তে টেক্কা দিয়ে চলেছে। বেশ কিছুদিন আগেও ছিল জিওর (Reliance Jio) রমরমা, তবে বর্তমানে পরিস্থিতি বেশ খানিকটা পাল্টেছে। বিশেষত, জিও আসার সময় বিএসএনএলের আধিপত্য এক্কেবারে কমে গেলেও ধীরে ধীরে বাজারে কামব্যাক করছে বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)।
নয়া প্ল্যানগুলিতে গ্রাহকরা পাবেন বিরাট সুবিধা। বলা ভালো, টেলিকম দুনিয়ায় অন্যান্য কোম্পানিগুলোকে নাস্তানাবুদ করতে একের পর এক দুর্দান্ত প্ল্যান আনছে বিএসএনএল। ফলে, জিও, এয়ালটেলের আধিপত্যের ওপর প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। যে সব গ্রাহকরা দীর্ঘ মেয়াদের জন্য রিচার্জ করতে চান ইতিমধ্যেই তাদের জন্য নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে এই সরকারী টেলিকম সংস্থাটি।
বিএসএনএল নতুন প্ল্যানের ঘোষণা করেছে তার মেয়াদ এক্কেবারে ৩০০ দিন আর খরচ ৭৯৭ টাকা। এবার আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, এই প্ল্যানে কী কী সুবিধা মিলবে? তাহলে, চলুন দেখে নেওয়া যাক। বিএসএনএলের এই নয়া প্ল্যানে ৩০০ দিনের মেয়াদ রয়েছে। সেখানে আপনার জন্য আনলিমিটেড কলের সুবিধা থাকছে। প্রথম ৬০ দিনের জন্য দৈনিক ২ জিবি করে ডেটা মিলবে। সাথে দৈনিক ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন আপনি।
প্রসঙ্গত উল্লেখ্য, অফুরন্ত কলিং এবং ইন্টারনেট পরিষেবা বলতে সবার প্রথমে মাথায় আসে জিও বা এয়ারটেলের নাম। কিন্তু এই দুই টেলিকম সংস্থাকে কঠিন লড়াইয়ের মুখে ফেলতে একের পর এক জব্বর প্ল্যান হাজির করছে বিএসএনএল। এদিকে, বর্তমানে ইন্টারনেট ব্যবহার করার জন্য একটা মোটা অঙ্ক খরচ করতে হয় গ্রাহকদের। সেই জায়গায় বিএসএনএল যে গ্রাহকদের স্বস্তি দেবে তা বলাই বাহুল্য।