বাংলাহান্ট ডেস্ক : গ্রাহক সংখ্যার দিক থেকে এই মুহূর্তে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। বর্তমানে বিভিন্ন আকর্ষণীয় প্ল্যান এনে গ্রাহকদের মাত করে রেখেছে মুকেশ আম্বানির এই সংস্থা। রিলায়েন্স জিও (Reliance Jio) বর্তমানে ভারতের প্রত্যেকটি অংশে ফোর জি পরিষেবা প্রদান করে। এছাড়াও রিলায়েন্স জিও বেশ কিছু শহরে এনেছে তাদের ফাইভ জি পরিষেবা।
প্রথমে রিলায়েন্স জিও সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিত গ্রাহকদের। এরপর গ্রাহকদের জন্য বিভিন্ন মূল্যের রিচার্জ প্ল্যান লঞ্চ করে এই সংস্থা। তবে যতদিন গিয়েছে ততই বৃদ্ধি পেয়েছে রিচার্জ প্ল্যানের মূল্য। এর ফলে অনেক গ্রাহককে পড়তে হয়েছে সমস্যায়। বর্তমানে ইন্টারনেট নির্ভর যুগে মোবাইল ছাড়া এক মুহূর্ত বাঁচাও অসম্ভব। বাধ্য হয়ে তাই অনেকে বেশি টাকা দিয়ে রিচার্জ করছেন।
এমন অবস্থায় জিও একটি এমন প্ল্যান লঞ্চ করেছে যাতে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবির উচ্চ ডেটা পাবেন। এই রিচার্জ প্ল্যানটির দাম ২১৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানের বৈধতা ১৪ দিন। তবে সব থেকে বড় কথা হল অফার হিসেবে গ্রাহকরা এই প্ল্যানের সাথে পাবেন অতিরিক্ত ২ জিবি ডেটা। হিসাব করলে দেখা যাবে গ্রাহকরা ২১৯ টাকা দিয়ে রিচার্জ করলে ১৪ দিনের জন্য মোট ৪৪ জিবি ডেটা পাবেন।
এর সাথে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা। এছাড়াও গ্রাহকের প্রতিদিন ১০০ টি করে এসএমএস বিনামূল্যে পাঠাতে পারবেন যেকোনো নেটওয়ার্কের। এই প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকরা পেয়ে যাবেন বিনামূল্যে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড এর মতো অ্যাপগুলি ব্যবহারের সুবিধা। এই প্ল্যান দুবার রিচার্জ করলে গ্রাহকরা সারা মাস অফুরন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা