নেপালের গা ঘেঁষে চলবে ট্রেন, সিকিমে আরও এক রেলপথের অনুমোদন কেন্দ্রের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দেশের বৃহত্তম গণপরিবহন মাধ্যমগুলির মধ্যে অন্যতম রেল (Indian Railways)। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই টিকিটের দাম থাকায় দূরের পথ পাড়ি দিতে ট্রেনই প্রথম পছন্দ হয়ে থাকে অধিকাংশ মানুষের। যথেষ্ট টম খরচে দূরপাল্লার পথ পাড়ি দিতে ট্রেনের জুড়ি মেলা ভার। এছাড়াও সমগ্র দেশের প্রতিটি প্রান্তের সঙ্গে এখন জুড়ে যাচ্ছে নতুন নতুন রেলপথ (Indian Railways)।

রেলপথের (Indian Railways) আরও সম্প্রসারণ ঘটাচ্ছে কেন্দ্র

দুর্গম স্থানগুলিতেও চালু হচ্ছে রেললাইন। যে স্থানগুলিতে মানুষ বসবাস করে তাদের সঙ্গে যাতে বাকি জগৎটাল যোগাযোগ বজায় থাকে সেজন্য রেলপথের সম্প্রসারণ ঘটাচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। এবার সিকিমে আরও এক রেলপথের অনুমোদন দিল ভারতীয় রেল।

New route to start in nepal border area by Indian railways

কোন পথে হবে সার্ভে: রেল সূত্রে (Indian Railways) পাওয়া খবর অনুযায়ী, রংপো পর্যন্ত চলছে রেলপথের কাজ। এর মধ্যেই নতুন রেলপথের (Indian Railways) সার্ভের জন্য অনুমোদন দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে। যেমনটা জানা যাচ্ছে, সিকিমের মেল্লি থেকে জোরথাং, লেগশিপ হয়ে ডেন্টাম এই রুটেই রেললাইন পাতার শেষ পর্যায়ের কাজ চলছে।

আরও পড়ুন : যাত্রী স্বার্থে বড় উদ্যোগ, বুকিংয়ের ৪৮ ঘন্টার মধ্যে টিকিট বাতিলে পুরো টাকা ফেরত বিমানে!

কী উদ্দেশ্য কেন্দ্রের: এই জরিপের কাজ চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেল (Indian Railways)। উল্লেখ্য, ভারত নেপাল সীমান্তের কাছের এক প্রত্যন্ত এলাকা হল ডেন্টাম। মূলত এই এলাকায় রেল পরিষেবা চালু করাই কেন্দ্রের লক্ষ্য বলে খবর। এটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন : সন্ধ্যের চায়ের সঙ্গে ‘টা’ রেডি, বাসি পাউরুটি দিয়েই তৈরি হবে দুর্দান্ত পকোড়া, রইল রেসিপি

প্রসঙ্গত, দক্ষিণ এবং পশ্চিম সিকিম যাওয়ার প্রবেশপথ হল মেল্লি। সেই পথেই চলবে সার্ভের কাজ। কেন্দ্রের আশা, সেবক-রংপো রেল প্রকল্প শেষ হয়ে যাবে ২০২৭ সালের মধ্যেই।