বাংলা হান্ট ডেস্ক : হান্টারের (Hunter) পর সেই ভাবে আর কোন ধামাকাদার বাইক লঞ্চ করেনি রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। এতদিন যাবৎ পুরাতন বাইকগুলিকেই আপডেট করে বাজারে ছাড়ছিল। যে কারণে খানিকটা হতাশই ছিলেন বুলেটপ্রেমীরা। অনেকেই নতুন মডেলের জন্য অপেক্ষা করছিলেন। আর এবার মিলেছে সুখবর। কারণ খুব শীঘ্রই একদম নতুন 350 (Royal Enfield 350) সিসির বুলেট লঞ্চ করতে চলেছে সংস্থাটি।
তবে বিশেষ আকর্ষণ রয়েছে বাইকটির দামে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে মিড-সাইজ মোটরসাইকেলের প্রতিযোগিতা যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে বাইকটির দাম সাধ্যের মধ্যে রাখা ছাড়া আর কোনও বিকল্প নেই সংস্থার কাছে। এইমুহুর্তে প্রতিপক্ষ সংস্থাগুলি এক চুলও জমি ছাড়ছে না। তাই বাজার দখল করতে বাইকের দামেই গেম খেলতে হবে সংস্থাটিকে।
বর্তমান সময়ে সবচেয়ে সস্তার রয়্যাল এনফিল্ড বাইক হল হান্টার 350। বাইকটির দাম শুরু হয় ১.৫০ লক্ষ টাকা থেকে। বিশেষজ্ঞদের ধারণা, এই নতুন বুলেটের সম্ভাব্য দাম-ও এর কাছাকাছিই। লঞ্চ তারিখের কথা বললে, আগামী ১ সেপ্টেম্বর নাগাদ ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে রয়্যাল এনফিল্ড 350। ঐদিনই প্রকাশ্যে আসবে বাইকটির দাম। এখন চলুন দেখে নিই বাইকটির স্পেশিফিকেশন কী কী রয়েছে।
আরও পড়ুন : দাম মাত্র 8999 টাকা! মটোরোলার এই নতুন 8GB ব়্যামের স্মার্টফোনে ক্যামেরা কন্ট্রোল করবে AI
নতুন বুলেট 350-এ চমক : জানা যাচ্ছে, রয়্যাল এনফিল্ডের নতুন ভার্সনটির চেহারায় খুব একটা পরিবর্তন আনতে চাইছেনা সংস্থাটি। তবে ইঞ্জিন এবং বাকি ফিচার্সে বেশকিছু বদল দেখা যেতে পারে। হুড ছাড়া সিঙ্গেল পিস সিট এবং গোল হেডল্যাম্পের সঙ্গে আসতে পারে এই বাইক। সাসপেনশনের জন্য টেলিস্কপিক এবং টুইন শক অ্যাবসর্বার থাকবে। এতে থাকবে 349 সিসির J সিরিজ ইঞ্জিন। যা ব্যবহার হয় হান্টারেও। সর্বাধিক 20 হর্সপাওয়ার শক্তি উৎপাদন করার ক্ষমতা রাখে এই ইঞ্জিন। সঙ্গে মিলবে 5 স্পিড গিয়ারবক্স।
আরও পড়ুন : Vi-র ধামাকাদার অফার, 50GB ডেটার সঙ্গে ১ বছরের রিচার্জ ফ্রি! এইভাবে নিন সুবিধা
এছাড়াও বাইকটিতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি সুবিধা। সামনে এবং পেছনের দু চাকাতেই ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল অথবা ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) পাবেন। দামের কথা বললে, এখনই নিশ্চিত কোন দাম বলা যাচ্ছেনা। তবে হান্টার এবং ক্লাসিকের মাঝামাঝি একটা দাম রাখা হতে পারে। এইমুহুর্তে হান্টার 350 বিক্রি হয় ১.৫০ লক্ষ টাকায়। এবং ক্লাসিক 350 এর বাজার দর ২.২৫ লক্ষ টাকা।