বাংলা হান্ট ডেস্ক
রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেকদিন ধরেই জলঘোলা হচ্ছিল বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে মায়ানমারের সাথে ভারতের এবং রাষ্ট্রসঙ্ঘের মধ্যে যে বোঝাপড়ার ছিল তা এখন গিয়ে ঠেকেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে।
জানা গিয়েছে, ডাক, তথ্য, টেলি যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রকের তরফে ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে৷ মন্ত্রকের তরফে স্পষ্ট বলা হয়েছে, আগামী সাতদিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে সিম কার্ড বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠীতে সিম কার্ড ব্যবহার এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল ব্যবহারের সুবিধা প্রদান বন্ধ করতে হবে৷ বিটিআরসিকে এই নির্দেশিকা কার্যকর করতেই হবে৷ এরপরই একটি নির্দেশিকা দিয়েছে বিটিআরসিও৷ যেখানে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা করে এবং আইন-শৃঙ্খলা ও জনগণের সুরক্ষার স্বার্থে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধা দেওয়া হবে না৷