আগামী বছরের মাধ্যমিকের নিয়মে আসবে নয়া পরিবর্তন! পড়ুয়াদের আগেভাগেই সতর্কবাণী WBBSE’র

বাংলাহান্ট ডেস্ক : ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBBSE করল বড় ঘোষণা। রুটিন বাদলের পরে এবার মাধ্যমিক পরীক্ষায় আনছে নয়া নিয়ম। কী সেই নিয়ম?সম্প্রতি বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার সূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বোর্ড। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে শুরু হয়ে গেল চর্চা।

পরের বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ই ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। সোমবার এমনই তথ্য জানা গিয়েছে WBBSE দ্বারা প্রকাশিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে। এরই মাঝে প্রকাশিত হল আরও একটি চাঞ্চল্যকর খবর। তা হল, মাধ্যমিকে এবার পোশাকবিধিতে আসতে চলেছে বড় পরিবর্তন।

আরোও পড়ুন : হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের! আদালতের এই রায়ে আনন্দে আত্মহারা BJP কর্মীরা

মূলত কারচুপি রুখতেই এই পদক্ষেপ বোর্ডের। তবে পুরোপুরি পোশাকবিধি জারি নাও হতে পারে। বদলে কোনও কোনও নির্দিষ্ট পোশাক আনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এমনটাই জানা যাচ্ছে সংশ্লিষ্ট মহল সূত্রে। এরপরেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কেন এরকম সিদ্ধান্ত নিতে চলেছে পর্ষদ?

আরোও পড়ুন : উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতেই হঠাৎ বিস্ফোরনে কেঁপে উঠল বিদ্যালয়! তোলপাড় ভাঙরে

পর্ষদের তরফে সে ব্যাপারে কিছু না জানালেও শিক্ষক-শিক্ষিকারা মত পোষণ করেছেন এই ব্যপারে।  তারা বলছেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সময় সেভাবে ঠান্ডা ছিল না। তবুও পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় জ্যাকেট, সোয়েটার পড়েছিল। এমনকি মাথাও ঢাকা ছিল কারো কারোর।

west bengal madhyamik exams 167706765916x9

ঘাম হলেও তারা জ্যাকেট, সোয়েটার খুলতে রাজি হয়নি। তাতেই সন্দেহ দানা বাঁধে ইনভিজিলেটরদের।গরমের মধ্যেও কেন পরীক্ষার্থীরা গরম জামা কাপড় পড়ে এসেছিল? তার পিছনে নিশ্চয় লুকিয়ে ছিল কোন রহস্য, এমনটাই মনে করছেন শিক্ষক মহল। আর তার জন্যই নয়া পোশকবিধি চালু করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। আর সেই নিয়ম সামনে বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে চালু হওয়ার কথা।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর