বাংলাহান্ট ডেস্কঃ আপনি কি গাড়ি কিনতে চলেছেন? কিন্তু ভারতে যানবাহনের ক্ষেত্রে কিছুদিন আগেই বেশ কিছু নতুন নিয়ম এনেছে ভারত সরকার। সেই নিয়ম না জানা থাকলে গাড়ি কিনতে গিয়ে অসুবিধায় পড়তে পারেন আপনি। জেনে নিন সেই নিয়মগুলি
সুপ্রিম কোর্টের রায়ে আগামী এপ্রিল ১ থেকে ভারত স্টেজ ফোর (বিএস-ফোর) যানবাহনের বিক্রি ও রেজিস্ট্রেশন করা যাবে না আর। তার বদলে কার্যকর হতে চলেছে ভারত স্টেজ সিক্স (বিএস-সিক্স) এর বিক্রি ও রেজিস্ট্রেশন এর নিয়মাবলী। যদিও কেন্দ্র এর আগে বিএস ফোর-এর অধীনের যানবাহন চলাচল, বিক্রয় ও রেজিস্ট্রেশনের জন্য ৩০ সেপ্টেম্বর সময়সীমা বেঁধে দিয়েছিল, তবে সুপ্রিম কোর্ট এই সময়সীমা ১লা এপ্রিল অবধি করে দিয়েছে। গাড়ি কেনার ক্ষেত্রে এই রায়টি অবশ্যই মাথায় রাখতে হবে। ইতিমধ্যেই এসটিএ আঞ্চলিক পরিবহন অফিসগুলিকে (আরটিও) বিএস-ফোর-এর যানবাহন নিবন্ধনের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করতে বলেছে।
২০১৫ সালে ইউরোপ ইউরো-সিক্স মানক চালু করার পরে ভারতেও এবার চালু হতে চলেছে সমমানের ভারত স্টেজ সিক্স (বিএস-সিক্স) গাড়ি বিক্রি। প্রসঙ্গত, ভারত স্টেজ ফোর (বিএস-ফোর) ইঞ্জিন এর তুলনায় ভারত স্টেজ সিক্স (বিএস-সিক্স) অনেক কম দূষণ ঘটায়।
সুপ্রিম কোর্ট এই সময়সীমা ১লা এপ্রিল এর পর আপনি যদি ভারত স্টেজ ফোর (বিএস-ফোর) গাড়ি কেনেন তবে তা স্ক্রাপ ছাড়া আর কোনো ভাবে ব্যবহার করতে পারবেন না। কোনও পরিস্থিতিতে নতুন করে আর যানবাহন নিবন্ধনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবহন কমিশনার ও রাজ্য পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান সঞ্জীব পাণ্ডা। পাশাপাশি তিনি মনে করেন, যত তাড়াতাড়ি সম্ভব একটি শুদ্ধতর জ্বালানী ব্যবহার করা প্রয়োজন।