টিভি ও ফিল্মের শুটিংয়ের জন‍্য নয়া নিয়মাবলী কেন্দ্রের, গোটা দেশেই শুটিংয়ের অনুমতি

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশন (television) ও ফিল্মের (film) শুটিংয়ের (shooting) জন‍্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার (central government)। করোনা পরিস্থিতিতে শুটিংয়ের জন‍্য মিডিয়া প্রোডাকশন ইন্ডাস্ট্রির জন‍্য নতুন নিয়মাবলী প্রকাশ‍্যে আনল কেন্দ্র। কেন্দ্রীয় তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর রবিবার এই নতুন নিয়মাবলীর ঘোষনা করলেন।

মিডিয়া ইন্ডাস্ট্রির জন‍্য SOP জারি করে টুইট করেন, এতে শুটিংয়ের কাস্ট ও ক্রুদের আরও সুরক্ষিত পরিবেশে কাজ করার সুযোগ মিলবে। তিনি আরও লেখেন, করোনা পরিস্থিতিতে এই SOP মেনে ফিল্ম টিভির শুটিং শুরু করা যেতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও স্বাস্থ‍্য মন্ত্রকের পরামর্শ মতোই তৈরি হয়েছে এই SOP।

সেখানে স্পষ্ট লেখা হয়েছে-
১. ক‍্যামেরার সামনে থাকা অভিনেতাকে বাদ দিয়ে বাকি সবার মুখে মাস্ক জরুরি।
২. সব জায়গায় ৬ ফুট দূরত্ব রাখা বাঞ্ছনীয়।
৩. মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টকে পিপিই কিট পরতে হবে‌।
৪. উইগ, কস্টিউম বা মেকআপের জিনিসপত্র যথাসম্ভব কম শেয়ার করতে হবে।
৫. যেসব জিনিস শেয়ার করা হচ্ছে সেগুলো ধরার আগে হাতে গ্লাভস পরতে হবে।
৬. মাইকের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হোক।
৭. প্রপের ব‍্যবহার কমাতে হবে। ব‍্যবহারের পর স‍্যানিটাইজ করা জরুরি।
৮. শুটিং সেটে যথাসম্ভব কম লোক থাকতে হবে।
৯. আউটডোর শুটের জন‍্য স্থানীয় প্রশাসনের থেকে শুরু অনুমতি নিতে হবে।
১০. শুট লোকশনে ঢোকা ও বেরোনোর রাস্তা আলাদা হতে হবে।
১১. এখনই সেটে দর্শকের প্রবেশের অনুমতি নেই।

Film Shooting
প্রসঙ্গত, লকডাউনের শুরু থেকেই প্রায় ৩-৪ মাস বন্ধ ছিল শুটিং। সবেমাত্র অনুমতি মিলেছে ফিল্ম ও সিরিয়ালের শুটিংয়ের। শুরু হয়ে গিয়েছে বাংলা ও হিন্দি ধারাবাহিকগুলির শুটিং।
তবে এতদিন শুধু মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতেই শুটিং শুরুর অনুমতি ছিল। এবার সেটা বাড়িয়ে গোটা দেশেই শুটিংয়ের অনুমতি দেওয়া হল। তবে শুটিং শুরু হলেও সিনেমাহলগুলি কবে থেকে খুলবে তা এখনও বলা হয়নি।


Niranjana Nag

সম্পর্কিত খবর