বাংলাহান্ট ডেস্ক: কিউআর কোডযুক্ত কাগজের টিকিট চালু করা হল ইস্ট ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেই। এই কিউআর কোডযুক্ত কাগজের টিকিট এবার মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের সব স্টেশনে। পেপার বেসড QR Code টিকিট যাত্রীরা এবার যে কোনও স্টেশন থেকেই কেটে ভ্রমণ করতে সক্ষম হবেন ইস্ট ওয়েস্ট করিডরের যে কোনও স্টেশনে।
সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস এই নতুন পদ্ধতি তৈরি করেছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আশা করছে আগামীদিনে যাত্রীদের কাছে পেপার বেসড QR Code টিকিট জনপ্রিয় হয়ে উঠবে। নতুন এই পেপার বেসড QR Code টিকিট সিস্টেম সফল করার জন্য সমস্ত AFC-PC গেট আপগ্রেড করা হয়েছে গ্রিন লাইনের বিভিন্ন স্টেশনে।
আরোও পড়ুন: লাভের বড় অংশ দেওয়া হবে কর্মচারীদের! বড় ঘোষণা টাটা গ্রুপের এই সংস্থার
পরীক্ষামূলকভাবে কিছুদিন আগে এই সিস্টেম চালু করা হয়েছিল শিয়ালদহ স্টেশনে। এরপর যাত্রীদের সাড়া পাওয়ায় মেট্রো কর্তৃপক্ষ এই সিস্টেম চালু করে দিল ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের সমস্ত স্টেশনেই।কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার জন্য কলকাতা মেট্রো অবিরাম কাজ করে চলেছে। কাজ চলছে একাধিক করিডোরে।
আরোও পড়ুন : উত্তর ভারতের নাগারা শৈলীতে তৈরি রাম মন্দির! নকশার বিশেষত্ব কী? নেপথ্যের ইতিহাস জানলে অবাক হবেন
ইস্ট-ওয়েস্ট, জোকা-তারাতলা, ও নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরের কাজ চলছে জোর কদমে। এই সমস্ত লাইনের মেট্রো কাজ শেষ হলে কর্তৃপক্ষের আশা সম্পূর্ণভাবে বদলে যাবে কলকাতার পরিবহণ মানচিত্র। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক ট্রায়াল সফল হলে ধীরে ধীরে তুলে দেওয়া হবে টোকেন সিস্টেম।
QR ভিত্তিক টিকিট পরিষেবা ধীরে ধীরে চালু করা হবে গ্রিনলাইন করিডোরের সম্পূর্ণ অংশ জুড়ে। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, QR ভিত্তিক টিকিট পরিষেবা চালু হলেও সমস্ত কাউন্টার থেকে টোকেন টিকিট পাওয়া যাবে। তবে নতুন টিকিট চালু হওয়া যাত্রীদের কতটা লাভ হবে তা অবশ্য সময় বলবে।