বাংলাহান্ট ডেস্ক : এখন প্রায় প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। প্রত্যেকের ন্যূনতম একটি করে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে দেশে। অনেক ক্ষেত্রে দেখা যায় একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কারোর কারোর। অনেকেই দুই বা ততোধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন। কারোর থাকে স্যালারি অ্যাকাউন্ট, আর কারোর থাকে ব্যক্তিগত অ্যাকাউন্ট।
তবে ব্যাংকের একাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে ব্যাংকের পক্ষ থেকে জরিমানা ধার্য করা হয়। ব্যাংক একাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে জরিমানা গুনতে হয় গ্রাহককে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বহুদিন আপনি কি আপনার ব্যাংক অ্যাকাউন্টটিতে লেনদেন করেননি?
আরোও পড়ুন : নতুন বছরের শুরুতেই বিপত্তি! শনি,রবিতে শিয়ালদা শাখায় বাতিল বহু লোকাল, দেখে নিন ট্রেনের তালিকা
আপনার ব্যাংক অ্যাকাউন্ট কার্যত নিষ্ক্রিয় হয়ে রয়েছে? এক্ষেত্রে ব্যাংকগুলি গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে আর জরিমানা ধার্য করতে পারবে না। আরবিআই জানাচ্ছে, নতুন এই নিয়ম চালু হতে চলেছে আগামী ১ এপ্রিল থেকে। কেন্দ্রীয় ব্যাংক জানাচ্ছে, যদি কোনো অ্যাকাউন্টে ২ বছর লেনদেন না হয় সেটিকে নিষ্ক্রিয় হিসাবে বিবেচিত হবে।
ন্যূনতম ব্যালেন্সের সেক্ষেত্রে যা নিয়ম আছে সেই কার্যকর হবে না। কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, RBI ব্যাঙ্কিং প্রক্রিয়ায় থাকা ‘আনক্লেমড’ ডিপোজিটের পরিমাণ কমানোর জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করছে, তার অংশ হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। RBI বলছে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই ডিপোজিট প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া।