অক্টোবর মাসের প্রথম দিন থেকেই বদলে যাচ্ছে এই তিন গুরুত্বপূর্ণ নিয়ম; জেনে নিন এখনি

পেট্রল পাম্প (petrol pump), ড্রাইভিং থেকে ব্যাংকিং (banking); অক্টোবর মাসের প্রথম দিন থেকেই দেশের গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম বদল হতে চলেছে। দেশবাসীর সুবিধার জন্যই এই নিয়মগুলিতে বদল আনছে মোদি সরকার। এখুনি জেনে নিন নতুন নিয়ম

petrol 4

পেট্রল পাম্প
ডিজিটাল মাধ্যম বা ডেবিট / ক্রেডিট কার্ডের মাধ্যমে পেট্রল ডিজেল কিনলে বিশেষ ছাড় পান ক্রেতা। কিন্তু এবার থেকে সেই নিয়ম বদল হতে চলেছে। ১ অক্টোবর থেকে ক্রেডিট কার্ডে পেট্রল ক্রয়ের ক্ষেত্রে থাকছে না কোনো ছাড়। তবে বাকি ক্ষেত্রে আগের মতই ছাড় থাকবে বলে জানিয়েছে মোদি সরকার।

banks kn9F

ব্যাংকিং
আগামী ১ অক্টোবর থেকে MSME ঋণকে এক্সটারনাল ইন্টারেস্ট রেট বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে গাড়ি, বাড়ি ও পার্সোনাল লোনে অনেকটাই সুদ কমবে। পাশাপাশি এই মাসে মোদি সরকারের ঘোষিত কর্পোরেট ছাড়ও লাগু হতে চলেছে।

texting while driving

ড্রাইভিং
ড্রাইভিং লাইসেন্স (Driving licence) , ইনসিওরেন্স এর মত গাড়ির কাগজ আর বাধ্যতামূলক ভাবে সাথে রাখতে হবে না ড্রাইভারদের, অক্টোবর মাসের প্রথম দিন থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে গোটা দেশে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রক (এমআরটিএইচ) সম্প্রতি ২০২০ সালের ১ অক্টোবর থেকে কেন্দ্রীয় মোটরযান বিধিমালা ১৯৮৯-এ বিভিন্ন সংশোধনী জারি করেছে।

এই নিয়মেই এখন থেকে আর কোনো হার্ড কপি রাখতে হবে না চালককে। তবে,  ‘Digi-locker’ বা ‘m-parivahan’ পোর্টালে গাড়ির সমস্ত নথিপত্র সংযুক্ত করতে হবে। যদি এই পোর্টালে নথি সংযুক্ত না থাকে তবেই হার্ড কপি দেখাতে হবে।

 

 

সম্পর্কিত খবর