বাংলাহান্ট ডেস্ক : দেশে ক্রমাগত বাড়ছে সাইবার প্রতারণার সংখ্যা। সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। এই অবস্থায় ব্যাংকে টাকা গচ্ছিত রাখা নিয়ে অনেকের মনে তৈরি হয়েছে সংশয়। ব্যাংকে টাকা রাখা আমরা সাধারণত নিরাপদ বলে মনে করি। তবে যে হারে সাইবার ক্রাইমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে প্রশ্নের মুখে পড়ছে ব্যাংকের সুরক্ষা।
পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের (Punjab National Bank) সেফটি রিং
এই অবস্থায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বড় পদক্ষেপ গ্রহণ করল সাইবার প্রতারণা ঠেকাতে। দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য এবার বড় সুখবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার নিয়ে এল সেফটি রিং (Safety Ring) ফিচার।
আরোও পড়ুন : বিশ্বজুড়ে শুরু “হাহাকার”, হঠাৎ বন্ধ Microsoft-এর পরিষেবা, থমকে গেল রেল-বিমান ও ব্যাঙ্কিং পরিষেবা
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) মোবাইল ব্যাংকিং অ্যাপে এই ফিচার রয়েছে। সেফটি রিং এর অপারেশন্যাল ফিচার গ্রাহকদের সুরক্ষা প্রদান করতে সক্ষম হবে কারণ এটি রোজকার ট্রানজ্যাকশ্যান লিমিট সেট করার কাজ করে। অনলাইন ক্লোজারে টার্ম ডিপোজিট সংক্রান্ত ডেইলি লিমিট সেট করতে পারেন গ্রাহকরা।
আরোও পড়ুন : বাংলাতেই আছে আরাকু ভ্যালি! অবাক হলেন? এই অফবিট জায়গায় একবার পা রাখুন, বলবেন আহা!
টার্ম ডিপোজিটের উপরে থাকে ওভারড্রাফটের সুবিধা। গ্রাহক ব্যাংকে গিয়ে বা IBS অথবা MBS-এর মাধ্যমে সেট করতে পারেন এই সীমা। IBS অথবা MBS ইউজার লগইন করে বেছে নিতে পারেন সেফটি রিং ফিচার। এর জন্য অবশ্যই দিতে ট্রানজাকশন ওটিপি পাসওয়ার্ড। এছাড়াও প্রথম থেকে সেট করা সুরক্ষা প্রশ্নের উত্তরও দিতে হবে।
প্রসঙ্গত, ক্রমবর্ধমান সাইবার অপরাধ চিন্তা বাড়িয়েছে সরকার ও গ্রাহক দুই পক্ষেরই। ইটিএর একটি রিপোর্ট বলছে প্রতিদিন গড়ে ভারতে জমা পড়ছে ৭০০০ সাইবার অপরাধের অভিযোগ। কিছুদিন আগে একটি রিপোর্টে বলা হয়েছে ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে বিপুল পরিমাণ সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে। এই প্রতারণার ফলে ক্ষতি হয়েছে ১,৭৫০ কোটি টাকার।