সেভিংস অ্যাকাউন্ট অতীত, এবার গ্রাহকদের জন্য ‘সেভিংস প্লাস’ নিয়ে এল SBI, সুবিধা জানলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : অধিকাংশ ভারতীয় নিজেদের টাকা গচ্ছিত রাখার জন্য বেছে নেন ব্যাংককে। ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট কিংবা ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষ জমা রাখেন নিজেদের সঞ্চিত অর্থ। ব্যাংকিং ক্ষেত্রের প্রথম ধাপ হিসেবে নির্বাচন করা হয় সেভিংস অ্যাকাউন্টকে।

কারেন্ট অ্যাকাউন্টের তুলনায় সেভিংস অ্যাকাউন্টে ব্যাংক বেশি সুদ প্রদান করে থাকে। তবে ফিক্সড ডিপোজিট এর তুলনায় সেভিংস অ্যাকাউন্ট এর সুদের হার অনেকটাই কম। কিন্তু আপনারা জানেন বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে আপনারা ফিক্সড ডিপোজিটের সমান বা ততোধিক সুদ পেতে পারেন?

আরোও পড়ুন : মডেলিং ছেড়ে খিচুড়ির ব্যবসা! অবাক লাগছে? এই মহিলার আয় ৫০ কোটি, পেয়েছেন অবিশ্বাস্য লাভ

এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি আকর্ষণীয় অফার। গ্রাহকরা এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট খুলে অতিরিক্ত সুদ অর্জন করতে পারবেন। মাল্টিপল ডিপোজিট অপশন এর সাথে যুক্ত এই অ্যাকাউন্ট। একটি সীমা সেট করে দেওয়া রয়েছে এই অ্যাকাউন্টে।

অটো সুইট সুবিধা পাওয়া যাবে এসবিআই -এর এই বিশেষ অ্যাকাউন্টে। অটো সুইট সুবিধার মাধ্যমে সেভিংস অ্যাকাউন্টের টাকা সেট করে দেওয়া মূল্য পার করলেই পরিণত হবে ফিক্সড ডিপোজিটে। যে পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিটে পরিবর্তিত হয়েছে তার ওপর পাওয়া যাবে এফডি-এর সুদ। বাকি ব্যালেন্সের উপর মিলবে সেভিংস অ্যাকাউন্টের সুদ।

আরোও পড়ুন : ‘মেড ইন ইন্ডিয়া’ হওয়ায় গোসা! আইফোন-১৫ নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে চীন

এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য:

• ১-৫ বছর পর্যন্ত জমার সময়কাল পাওয়া যায়

• এটিএম কার্ড উপলব্ধ

• মোবাইল ব্যাংকিং অ্যাক্সেস করা যাবে

• ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্সেস করা যাবে

• পাওয়া যাবে এসএমএস অ্যালার্ট

• ঋণ গ্রহণ করা যাবে MOD এর বিপরীতে

• প্রতিবছর ২৫ পাতার একটি চেক বুক বিনামূল্যে পাওয়া যাবে

state bank of india
সেভিংস প্লাস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স সীমা  35,000 টাকা, এর উপর যদি আপনার ব্যালেন্স পৌঁছায় তাহলে সেটা ফিক্সড ডিপোজিটে রূপান্তরিত হবে। বর্তমানে স্টেট ব্যাংক সাধারণ সেভিংস অ্যাকাউন্টের উপর প্রদান করে থাকে 2.70 শতাংশ সুদ। তবে অটো সুইট পদ্ধতির মাধ্যমে আপনারা অতিরিক্ত সুদ আদায় করতে পারবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর