জি বাংলায় আসছে নয়া ধামাকা! রাজ চক্রবর্তীর হাত ধরে ফিরছেন এই জনপ্রিয় জুটি

বাংলা হান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনে এখন নয়া নয়া সিরিয়ালের (Bengali Serial) আনাগোনা। টিআরপি (Target Rating Point) একটু কমলেই তাকে শেষ করে নতুন সিরিয়াল আনা হচ্ছে। বিশেষ করে পুজোর সময়টা তো যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে চ্যানেলগুলির মধ্যে। টলিপাড়ার অন্দরমহলের খবর, আগামি মাসেই থামবে একাধিক সিরিয়ালের পথচলা। অন্যদিকে এক নতুন মেগা নিয়ে ফিরছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আর সেটাও নাকি জি বাংলার (Zee Bangla) পর্দায়।

বাংলা ইন্ডাস্ট্রির সেরা পরিচালকদের তালিকা তৈরি করলে যে নামটা সবার আগে সামনে আসবে তা হল রাজ চক্রবর্তী। দর্শকদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে, বোঝেনা সে বোঝেনা, চিরদিনই তুমি যে আমার, পরিণীতা, প্রেম আমার, শেষ থেকে শুরু, পারবোনা আমি ছাড়তে তোকে__র মত ছবি। পাশাপাশি সিরিয়ালের দুনিয়াতেও ভালো দখল রয়েছে তার।

এমতাবস্থায় যখন থেকে শোনা গেছে স্টার এবং জি বাংলার একাধিক সিরিয়াল বন্ধ হতে চলেছে তখন থেকেই কানাঘুষা খবর, রাজ চক্রবর্তীর একটি সিরিয়াল পুরনো কোনো একটি সিরিয়ালকে রিপ্লেস করবে। জানা যাচ্ছে, পুজোর পরেই বন্ধ হতে পারে জি বাংলার ‘খেলনা বাড়ি’। ওদিকে ‘গৌরী এলো’র টিআরপিও একদম তলানিতে ঠেকেছে। ইতিমধ্যেই একবার করে স্লটও বদলে গেছে এই দুই মেগার।

আরও পড়ুন : ‘সবাই ভাবে এত সুন্দর একটা মেয়ে কেন …!’ জোশ টকসে হাপুশ নয়নে কাঁদলেন স্মার্ট দিদি নন্দিনী

তারপর থেকেই রাজ চক্রবর্তীর নয়া মেগার জল্পনা আরও জোরালো হয়েছে। উল্লেখ্য, এর আগেও স্টার জলসা বা জি বাংলায় একাধিক সিরিয়াল এসেছে যেগুলি রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজের। যারমধ্যে বহুল চর্চিত একটি মেগা হল গোধূলি আলাপ। অসমবয়সী প্রেমের গল্প দেখিয়ে নজর কেড়েছিল এই মেগা। এছাড়াও কানামাছি, ফেলনার মত মেগা রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসেরই।

আরও পড়ুন : নবমীতেই ঘুরে গেল খেলা! দশম অবতার-বাঘাযতীন, কে কাকে টেক্কা দিচ্ছে? দেখুন আয়ের খতিয়ান

এমনকি জি বাংলাতেও সিরিয়াল প্রযোজনা করেছে রাজ চক্রবর্তির প্রোডাকশন হাউস। ‘রাগে অনুরাগে’র মত ধারাবাহিক প্রযোজনা করেছে এই মেগা। আবারও একবার জি বাংলার পর্দায় আসতে চলেছে রাজ চক্রবর্তীর সিরিয়াল। যদিও সিরিয়ালের নাম বা স্টার কাস্ট সম্পর্কে সেরকম কোনও তথ্য পাওয়া যায়নি। তাই সেইসব তথ্য জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর