বাংলাহান্ট ডেস্ক: গত রবিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে কার্যত লকডাউন (lockdown)। বন্ধ টালিগঞ্জের স্টুডিও পাড়া। এমতাবস্থায় আগে থেকে ব্যাঙ্কিং করে রাখা এপিসোড দিয়েই কাজ চালাচ্ছে বাংলা সিরিয়ালগুলি (serial)। তবে আর বেশিদিন নতুন এপিসোড দেখতে পাওয়া যাবে না বলেই আশঙ্কা প্রকাশ করেছেন সিরিয়ালের প্রযোজক তথা অভিনেতা অভিনেত্রীরা।
পুরনো সিরিয়ালগুলিরই যখন এই অবস্থা তখন স্বাভাবিক ভাবেই নতুন সিরিয়ালগুলির সম্প্রচার নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। জি বাংলা ও স্টার জলসায় মোট পাঁচটি নতুন সিরিয়াল আসার কথা জানা গিয়েছিল। এই সিরিয়ালগুলি হল মন ফাগুন, মীরাবাঈ, ধুলোকণা, সর্বজয়া ও রবির নতুন বউঠান। এর মধ্যে মন ফাগুন সিরিয়ালের শুটিং কিছুটা হয়ে গেলেও তার সম্প্রচার শুরু করা নিয়ে এখনো নিশ্চিত নন সিরিয়ালের প্রযোজকরা।
প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিসের নতুন সিরিয়াল মন ফাগুন। মিরিকে কিছুটা শুটিং হয়ে গিয়েছে এই সিরিয়ালের। কিন্তু লকডাউন ঘোষনা হওয়ায় বন্ধ করে দিতে হয় শুটিং। এমন অবস্থায় কি মন ফাগুনের সম্প্রচার শুরু হবে? অ্যাক্রোপলিসের কর্ণধার স্নিগ্ধা বসু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এক সপ্তাহের জন্য যথেষ্ট শুটিং করা যায়নি।
তবে মন ফাগুনের সম্প্রচারের তারিখ ঘোষনা না হওয়ায় এখনি সিরিয়াল শুরু করার চাপ নেই। অপরদিকে আরেকটি নতুন সিরিয়াল মীরাবাঈ এর শুটিং শুরু হওয়ার কথা ছিল জুন মাসে। সিরিয়ালের মুখ্য চরিত্রে রয়েছেন দেবাদৃতা বসু। তিনি জানান, যদি লকডাউনের মেয়াদ বাড়ানো না হয় তবে হয়তো করোনা বিধি মেনেই শুটিং শুরু হতে পারে। তবে যদি লকডাউন আরো বাড়ে তবে কী হবে তা তিনি জানেন না।
একই সমস্যায় জি বাংলার নতুন সিরিয়াল সর্বজয়া। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রোমো। এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর সিরিয়ালে ফিরছেন দেবশ্রী রায়। এই সিরিয়ালের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর কথায়, লকডাউন বাড়লে অন্য সিরিয়ালগুলিও সমস্যায় পড়বে। সেক্ষেত্রে গত বছরের মতো এ বারেও পুরনো এপিসোড ফের সম্প্রচার করতে হবে।