নতুন বছরেই নতুন গল্প নিয়ে আসছে ‘পিলু’, শেষের মুখে এই জনপ্রিয় সিরিয়াল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন সিরিয়ালের আমদানি ঘটছে জি বাংলাতেও। সঙ্গীতপ্রেমী জুটিকে নিয়ে আসতে চলেছে নতুন সিরিয়াল ‘পিলু’ (pilu)। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে সিরিয়ালের দু দুটি প্রোমো। পিলু আর আহিরের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদেরও। কিন্তু একটা প্রশ্ন থেকেই গিয়েছিল, কোন স্লটে আসতে চলেছে এই নতুন সিরিয়াল?

উল্লেখ‍্য, মাস কয়েক আগেই তড়িঘড়ি ‘আলো ছায়া’ শেষ করে ‘কৃষ্ণকলি’র সময় বদলে সেই জায়গায় আনা হয়েছিল ‘উমা’কে। তাই এখন ছটা থেকে সাতটা এই স্লটে দুটি সিরিয়ালই অনেক পুরনো। ছটায় কৃষ্ণকলি চলছে তিন বছরেরও বেশি সময় ধরে। ১১৫০ পর্ব পেরিয়ে গিয়েছে এই সিরিয়াল।


অপরদিকে সাড়ে ছটার স্লটে ‘করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব’ (karunamoyee rani rasmoni) পা রেখেছে ১৪৯০ পর্বে। সাড়ে চার বছর ধরে চলছে এই সিরিয়াল। তাই গুঞ্জন রটেছিল, এই দুই সিরিয়ালের একটির ঘাড়েই কোপ পড়তে চলেছে। সম্প্রতি পিলুর সম্প্রচারের সময় ঘোষনা হতেই রটনা একপ্রকার ঘটনায় পরিণত হল।

নতুন সিরিয়াল শুরু হতে চলেছে সন্ধ‍্যা সাড়ে ছটার স্লটে। তার মানে দাঁড়ায়, হয় রাসমণিকে এতদিনের জায়গা ছাড়তে হবে, আর নয়তো পাকাপাকি ভাবে পূর্ণচ্ছেদ পড়তে চলেছে এই সিরিয়ালে। টলিপাড়ার গুঞ্জন, শেষের আশঙ্কাটাই সত‍্যি। কারণ এর আগে শোনা গিয়েছিল, ১৫০০ পর্বে পৌঁছালেই ইতি টানা হবে রাসমণি, শ্রীরামকৃষ্ণ, মা সারদার ইতিহাস গাথায়।


১৫০০ পর্বে পৌঁছাতে আর বেশি দেরি নেই এই সিরিয়ালের। ওদিকে নতুন সিরিয়ালও শুরু হচ্ছে ১০ জানুয়ারি থেকে। দুয়ে দুয়ে চার করেই জল্পনা আরো তুঙ্গে উঠেছে। যদিও চ‍্যানেল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো ঘোষনাই করা হয়নি রাসমণিকে নিয়ে।

প্রকাশ‍্যে আসা পিলুর প্রোমো থেকে জানা যাচ্ছে, গল্পের নায়ক নায়িকা অর্থাৎ মেঘা এবং গৌরব রায়চৌধুরী দুজনের চরিত্রই সঙ্গীতপ্রেমী। তবে মেঘার চরিত্রটি গায় লোকসঙ্গীত আর গৌরব শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী। গৌরবদের বাড়িতে এসে মেঘা অর্থাৎ পিলুর গানে মুগ্ধ প্রায় সকলেই। বাড়ির কর্তা তাঁকে গান শেখানোর দায়িত্ব প্রিয় শিষ‍্য আহির অর্থাৎ গৌরবের কাঁধে দেন।


বাকি গল্পের আভাস সিরিয়াল শুরু হলেই বোঝা যাবে। সিরিয়ালে নতুন মুখ যেমন রয়েছে তেমনি পরিচিত বহু পুরনো মুখও রয়েছে সিরিয়ালে। অভিনেতা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু, ইধিকা পালও। এই সিরিয়ালের হাত ধরেই নাচের জগৎ থেকে অভিনয়ে পা রাখছেন ‘ডান্স বাংলা ডান্স’এর ফাইনালিস্ট মেঘা দাঁ।

সম্পর্কিত খবর

X