৭ বছর পর টেলিভিশনে ফেরা, জলসার পর্দায় নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জল্পনা ছিল আগে থেকেই। সম্প্রতি তাতে শিলমোহর পড়েছে। একের পর এক জনপ্রিয় টেলি (Serial) অভিনেতা অভিনেত্রী কামব্যাক করছেন ছোটপর্দায়। দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে থাকা তারকাদেরও আবার ফিরতে দেখা যাচ্ছে সিরিয়ালে। এবার এই তালিকায় জুড়ল আরেক অতি জনপ্রিয় নাম।

দীর্ঘদিন পর সিরিয়ালে (Serial) ফিরছেন অভিনেত্রী

সিরিয়াল (Serial) দিয়েই তাঁর পথচলা শুরু। প্রথম ধারাবাহিকেই দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। তবে তাঁর পরবর্তী সিরিয়াল তাঁকে জনপ্রিয়তায় শিখরে তুলে দেয়। টানা সাফল্য পাওয়ার পর হঠাৎ করেই ছোটপর্দা ছেড়ে দেন তিনি। বেশ কিছুদিন সিনেমা, সিরিজে কাজের পর এবার সিরিয়ালে (Serial) ফিরতে চলেছেন অভিনেত্রী। কথা হচ্ছে মধুমিতা সরকারের ব্যাপারে।

New serial promo of famous actress in star jalsha

প্রকাশ্যে প্রথম প্রোমো: কিছুদিন আগেই শোনা গিয়েছিল, লম্বা বিরতির পর সিরিয়ালে (Serial) ফিরছেন মধুমিতা। সম্প্রতি প্রকাশ্যে আসে তাঁর আসন্ন সিরিয়ালের প্রথম প্রোমো। প্রথম ঝলকে শুধু মধুমিতাকেই দেখা গিয়েছিল নায়িকা হিসেবে। পরবর্তী প্রোমোতে (Serial) তাঁর নায়ক হিসেবে দেখা গিয়েছে নীল ভট্টাচার্যকে।

আরও পড়ুন : ৬ বছর ধরে ৫০ লক্ষ টাকা নয়ছয়! কাটোয়ায় ভয়ঙ্কর মিড ডে মিল দুর্নীতির অভিযোগ খাস প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কী দেখা গেল প্রোমোতে: প্রোমোতে (Serial) দেখা গিয়েছে, নিম্নবিত্ত পরিবারের মেয়ে ‘ঝিল’ ওরফে মধুমিতা। তাঁর বাবা অত্যাচারী, মাও লোকের বাড়িতে কাজ করে। আর ঝিল ভক্ত ব়্যাপের। অন্যদিকে নায়ক নীলকে দেখা যাবে ডাক্তারের চরিত্রে। দুজনের প্রথমে বনিবনা না হলেও তারপর ঝিলই তাঁকে সাহায্য করে হাসপাতালে পৌঁছাতে।

আরও পড়ুন : ১২ বছরের হিন্দু মেয়েকে জোর করে বিয়ে করে ধর্মান্তকরণ! কান ধরে মৌলবীকে ওঠবোস করালো যোগীর পুলিশ

নীল মধুমিতার আসন্ন সিরিয়ালের নাম ‘ভোলে বাবা পার করেগা’। প্রথম ঝলকেই দর্শকদের নজর কেড়েছে ধারাবাহিকের প্রোমো। যদিও স্টার জলসায় কোন সময়ে সিরিয়ালটি সম্প্রচারিত হবে তা এখনও খোলসা করা হয়নি।