বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই পরপর সিরিয়াল (Serial) শুরুর ধুম পড়েছে বিভিন্ন চ্যানেলে। এক্ষেত্রে এগিয়ে রয়েছে জি বাংলা। একদিকে যেমন পরপর ধারাবাহিক শেষ হচ্ছে, তেমনই আবার নতুন সিরিয়ালও (Serial) শুরু হচ্ছে। কোন সময়ে আসছে কোন ধারাবাহিক?
কখন কোন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে?
জি বাংলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন সিরিয়াল। সবেমাত্র পথচলা শুরু করেছে ‘কনে দেখা আলো’। প্রথম ঝলকেই নজর কেড়েছিল সিরিয়ালটি (Serial)। গ্রামের মেয়ে লাজবন্তী বিয়ের পর বাসে চেপে পাড়ি দেয় শ্বশুরবাড়ি উদ্দেশে। এদিকে সমান্তরালে চলছে আরও এক গল্প। সেখানে ময়ূরাক্ষীকেও দেখা গিয়েছে কনে রূপে। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার কোনও ইচ্ছা তার নেই। ভাগ্যের অদ্ভূত পরিহাসে দুজনেই মাঝ রাস্তায় পড়ে বিপদে। ডাকাতের কবলে পড়ে দুই নববিবাহিত জুটি। সেই পরিস্থিতিতেই অদলবদল হয়ে যায় দুই কনে।
সামনে নতুন সম্প্রচার সময়: গত ২৫ শে অগাস্ট থেকে রাত সাড়ে নটায় শুরু হয়েছে সিরিয়ালটি (Serial)। তার জায়গায় বন্ধ হয়েছে ‘মিত্তির বাড়ি’। আর এবার সামনে এল আরও এক ধারাবাহিকের (Serial) সম্প্রচারের টাইম স্লট। আগেই সামনে এসেছিল ‘জোয়ার ভাঁটা’র প্রোমো। এবার প্রকাশ করা হল টাইম স্লট।
আরও পড়ুন : মাত্র ৫০০ টাকায় ১ কিলো চওড়া পেটির ইলিশ! লটারি লাগল নাকি? কোথায় মিলবে?
কোন স্লটে আসছে: আগামী ৮ ই সেপ্টেম্বর থেকে রাত নটার স্লটে শুরু হচ্ছে এই সিরিয়াল (Serial)। উল্লেখ্য, ওই সময়ে আগে দেখা যেত ‘কোন গোপনে মন ভেসেছে’। জানা গিয়েছে, অগাস্টের ২৬ তারিখেই নাকি হয়ে গিয়েছে এই ধারাবাহিকের শেষ শুটিং। সেপ্টেম্বরের শুরুতে শেষ পর্ব সম্প্রচারিত হতে পারে এই সিরিয়ালের (Serial)। তার জায়গাতেই শুরু হচ্ছে জোয়ার ভাঁটা।
আরও পড়ুন : ‘ভালো কাজ হয় এখানে’, বেঙ্গল ফাইলস বিতর্ক এড়িয়ে বাংলায় কাজের ইচ্ছা প্রকাশ অনুপমের
দুই বোনের চরিত্রে এই গল্পে ধরা দেবেন শ্রুতি এবং আরাত্রিকা। বড় দিদি নিশার চরিত্রে থাকছেন শ্রুতি। তবে তাঁর চরিত্রটি ধূসর হবে বলেই আভাস পাওয়া যাচ্ছে। বড়লোক হতে প্রতারণার কারবার করতেও পিছপা হয় না সে। তাঁর কথায়, ‘সরকারি চাকরির পরীক্ষা দিয়ে বড়লোক হওয়া যায় না’। ছোট বোন উজি (আরাত্রিকা) আবার চায় সৎপথে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে। নায়ক হিসেবে ট্রেলারে দেখা গিয়েছে অভিষেক বীর শর্মাকে।