বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষা আর কিছুদিনের। তারপরই গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান থেকে নিমেষে পৌঁছে যাওয়া যাবে বিবাদীবাগ। গঙ্গার নিচ দিয়ে মেট্রোর ট্রায়ালরান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাণিজ্যিকভাবে এই লাইনে পরিষেবা শুরুর আগে উঠে আসছে বড় খবর। যাত্রীরা গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রার সময়ও কথা বলতে পারবেন মোবাইল ফোনে।
যাত্রীদের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে নদীর তলায়। এর ফলে শুধুমাত্র কথা বলা নয়, যাত্রীরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুরঙ্গটি নির্মাণ করা হয়েছে গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে।
আরোও পড়ুন : শাহজাহানের গ্রেফতারিতে মিষ্টিমুখ, আবির খেলা, সন্দেশখালিবাসীর কণ্ঠে আজ ‘জয় শ্রী রাম’ স্লোগান
এই জোড়া সুড়ঙ্গ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে জলের তলায়। এই সুরঙ্গের মাথার উপর দিয়ে বইবে গঙ্গা। মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, জলের তলায় কখন মেট্রো চলছিল সেটি যাত্রীরা বুঝতে পারবেন। গঙ্গার নিচে সুরঙ্গ পথে যখন মেট্রো চলবে, তখন বিশেষ আলোর খেলা দেখতে পাবেন যাত্রীরা।
আরোও পড়ুন : পার্থ, মানিক চুনোপুটি! ২০০ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ১০০টি সংস্থা, নিয়োগ দুর্নীতিতে বড় নাম সামনে আনল ED
এই ৫২০ মিটার সুড়ঙ্গ পথে যাত্রীদের বিশেষ অভিজ্ঞতা দিতে বসানো হয়েছে নীল এলইডি আলো। দেড় মিনিটেরও কম সময় লাগবে এই পথ অতিক্রম করতে। এই পথ অতিক্রম করার সময় মেট্রোযাত্রীরা নিজেদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। বিশেষ ফাইবার প্রযুক্তির সাহায্যে মোবাইলে থাকবে নেটওয়ার্ক।
সূত্রের খবর, উচ্চ ক্ষমতার ফাইবার অপটিক্যাল বসানো হচ্ছে জলস্তরের ৩৫ মিটার নীচ দিয়ে। এর সাহায্যে মেট্রো যাত্রীরা ৫জির উচ্চগতির ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে আর কোনও টেনশনের ব্যাপার নেই। সব মিলিয়ে একেবারে অত্যাধুনিক ব্যবস্থা। কলকাতা মেট্রোকে একেবারে অন্যভাবে পেতে চলেছেন শহরবাসী।