করোনা ভাইরাসকে শেষ করতে পারে এই উদ্ভিদে মজুত রাসায়নিক তত্ব, দাবি ভারতীয় গবেষকদের

বাংলা হান্ট ডেস্কঃ ৯ মাস হয়ে গেছে বিশ্বে করোনা ভাইরাস পা রেখেছে। কিন্তু এই নয় মাসে এই খতরনাক ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোন ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয় নি। যদিও গোটা বিশ্বই এই মারক ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য রাতদিন এক করছে। ভারতের দুটি বিশ্ববিদ্যালয় এবার করোনা নিয়ে গবেষণা করছে, গবেষণায় জানা গিয়েছে যে, একটি গাছে থাকা রাসায়নিক তত্ব এই ভাইরাসকে শেষ করতে সক্ষম। এই গবেষণা গুরু গোবিন্দ সিং বিশ্ববিদ্যালয় (GGSIPU) আর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের (PU) দুই প্রোফেসর করছে।

263073 914328 corona vaccine

PU এর সেন্টার অফ বায়োলজি সিস্টেমের চেয়ারপার্সন ডায়রেক্টর অশোক কুমার আর GGSIPU এর ডাক্তার সুরেশ কুমার অনুযায়ী, এই উদ্ভিদে প্রায় ৫০ টি পায়থোকেমিকেল আছে, যেটা ভাইরাসকে শেষ করতে পারে। পায়থোকেমিকেল উদ্ভিদের তত্বের সেই প্রজাতি যেগুলো উদ্ভিদের মূল, ডালপালা, পাতা, ফল, সবজি আর উদ্ভিদের অন্য অংশে উপস্থিত। এই রাসায়নিক তত্বের কেমিকেল প্রোসেস থেকে বের করা যেতে পারে। গবেষণায় জানা গিয়েছে যে, পায়থোকেমিকেল আমাদের অনেক রকমের ভাইরাস আর ব্যাকটেরিয়ার অ্যাটাক থেকে বাঁচায়।

file 20200616 23227 hkvqkh

ডাক্তার সুরেশ অনুযায়ী, গবেষণায় দেখা গিয়েছে যে রাসয়নিক তত্ব গুলো করোনার প্রোটিনে হামলা করে সেগুলোকে শেষ করে দেয়। যদি করোনার প্রোটিন অন্য কোনও উপাদান প্রক্রিয়াজাতকরণে নিষ্ক্রিয় থাকে তবে সংক্রমণের ঝুঁকি স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়। যদিও এই পরীক্ষণ শুধুমাত্র কম্পিউটারে করা হয়েছে। আগামী দিনে এর পরীক্ষণ মানুষ আর বন্যজীবের উপর হবে। এরপর এই প্রক্রিয়া কতটা সফল হবে সেটা জানা যাবে। জানিয়ে দিই, করোনার উপর করা এই গবেষণা তিন সেপ্টেম্বর আন্তর্জাতিক জেনারেল ফাইটোমেডিসিনেও প্রকাশিত হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর