ভারত নয়, এই দেশে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির! ভক্তদের জন্য খুলে যাবে শীঘ্রই

বাংলাহান্ট ডেস্ক : আমেরিকার সব থেকে বৃহত্তম হিন্দু মন্দিরের উদ্বোধন হতে চলেছে আগামী মাসে। বস্তুত এটি বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দু মন্দিরও হতে চলেছে। আমেরিকার নিউ জার্সির এই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির হতে চলেছে ভারতের বাইরে থাকার দ্বিতীয় বৃহত্তম মন্দির। জানা যাচ্ছে আগামী ৮ই অক্টোবর এই মন্দিরের উদ্বোধন হতে পারে।

এই মন্দিরটির অবস্থান আমেরিকার বিখ্যাত টাইম স্কয়ার থেকে মাত্র ৯০ মিটার দূরে। এই মন্দির নির্মাণ শুরু হয় আজ থেকে প্রায় ১২ বছর আগে। ১২৫০০ জন মানুষ বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে এই মন্দিরটি নির্মাণ করেছেন ১৮৩ একর জমির উপর। কম্বোডিয়ার অঙ্কোর ওয়াট এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম মন্দির।

আরোও পড়ুন : গুজরাটে ফের ব্রিজ বিপর্যয়, হুরমুরিয়ে সেতু ভেঙে পড়ায় ভেসে গেলেন ১০ জন! ফিরল মোরাবির স্মৃতি

আমেরিকার এই স্বামীনারায়ণ মন্দির হতে চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির। চিত্রকলার অংশ হিসেবে এই মন্দিরের বিভিন্ন জায়গায় খোদাই করা হয়েছে প্রায় দশ হাজার মূর্তি, ভারতীয় বাদ্যযন্ত্র ও নৃত্য। এই মন্দিরে একটি প্রধান মন্দির, ১২টি উপ-মন্দির, নয়টি শিখর (শিখরের মতো কাঠামো), এবং নয়টি পিরামিডের মতো শিখর রয়েছে।

আরোও পড়ুন : গেটেই থাকছে বড়সড় চমক! হাওড়া মেট্রো স্টেশনের রূপ দেখলে ‘থ’ হয়ে যাবেন

এই মন্দির নির্মাণ কার্যে ব্যবহৃত হয়েছে চুনা পাথর, গ্রানাইট, বেলে পাথর সহ প্রায় ২ মিলিয়ন ঘন ফুট পাথর। মন্দির নির্মাণের কাজে ব্যবহৃত পাথরগুলি আনা হয়েছিল ভারত, তুরস্ক, গ্রিস, ইতালির মতো দেশ থেকে। প্রাচীন ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে এই মন্দিরের নকশা তৈরি করা হয়েছে।

img 20230925 131216

অক্ষরবতসলদাস জানিয়েছেন, এই মন্দিরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে ভারত সহ গোটা বিশ্বের কাছে। পশ্চিমা বিশ্বের কাছে হিন্দু সংস্কৃতির অন্যতম একটি প্রধান নিদর্শন হতে চলেছে এই মন্দিরটি। BAPS প্রধান মহন্ত স্বামী আগামী ৮ই অক্টোবর উদ্বোধন করবেন এই মন্দিরের। তারপর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাবে এই মন্দিরের দরজা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর