ভূতের কমেডিতে এবার প্রেমের ছোঁয়া, আরও কাছাকাছি চুনি-নির্ভীক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশন ধারাবাহিকগুলির মধ্যে টক্কর চিরদিনের। কে কার থেকে টিআরপির দিক দিয়ে কতটা এগিয়ে থাকবে সেই নিয়ে দ্বন্দ্ব লেগেই রয়েছে। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন। একের পর এক নতুন নতুন ধারাবাহিক নিয়ে আসছে জনপ্রিয় বাংলা চ্যানেল স্টার জলসা। কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘চুনি পান্না’। এটি একটি ঘোস্ট কমেডি।

ধারাবাহিকে দেখা যায় নির্ভীক অর্থাৎ দিব্যজ্যোতির বাড়িতে বাস্তুভূত আছে বলে তাকে একরকম জোর করেই বিয়ে করে চুনি অর্থাৎ অন্বেষা। কিন্তু বিয়ে করা ইস্তক শান্তি নেই চুনির জীবনে। একে তো তিন শাশুড়ি রয়েছে তার সংসারে। তার উপরে যে বাস্তুভূতের জন্য চুনি বিয়ে করল সেই তার জীবনে নানান সমস্যার সৃষ্টি করছে। এতদিন নির্ভীকের সঙ্গে তেমন বনিবনা না হলেও এবার সম্ভবত পরিবর্তন আসতে চলেছে চুনির জীবনে।

আসলে বিয়ে নিয়ে অন্য কিছুই ভেবে রেখেছিল নির্ভীক। সে চেয়েছিল এমন কোনও বাড়িতে বিয়ে করতে যেখানে সে ঘরজামাই হয়ে থাকতে পারবে। কিন্তু সেখানে তার কপালে জোটে চুনি। তাই প্রথম প্রথম সে একেবারেই সহ্য করতে পারতে না তাকে। কিন্তু সাম্প্রতিক প্রোমোতে দেখা গিয়েছে চুনি ও নির্ভীক বেশ কাছাকাছি এসেছে।

https://www.facebook.com/starjalshaofficialpage/videos/2635170456612198/

দিব্যজ্যোতি ও অন্বেষার রসায়ন বেশ পছন্দ করছে দর্শকেরা। দুজনেরই অভিনয় দক্ষতা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই কারওর। এতদিন দুজনের অভিনয় বেশ ভাল লেগেছে ধারাবাহিক প্রেমীদের। এবার দেখার অপেক্ষা আগামী এপিসোডগুলি কেমন হয়।

X