ভারত-আফগান বাণিজ্যিক সম্পর্কে নয়া মোড়! সহজেই আসবে তাজা ফল-বাদাম, শুরু হচ্ছে বিশেষ পরিষেবা

Published on:

Published on:

New twist in India-Afghan trade relations!
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারত ও আফগানিস্তানের (India-Afghanistan) মধ্যে বাণিজ্যিক সম্পর্কে নতুন দিগন্ত খুলতে চলেছে আকাশপথ। আফগানি তাজা ফল-মেজওয়া পছন্দ করেন এমন মানুষের জন্য আরও বড় সুখবর, কারণ খুব শীঘ্রই কাবুল থেকে দিল্লি ও অমৃতসরের মধ্যে নিয়মিত এয়ার কার্গো পরিষেবা শুরু হতে চলেছে। পাকিস্তান সীমান্তে বাড়তি কড়াকড়ির জেরে দীর্ঘদিন ধরেই ক্ষতির মুখে পড়ছিলেন আফগান ব্যবসায়ীরা। রপ্তানির জন্য প্রয়োজনীয় পণ্য সীমান্তে আটকে গিয়ে পচে নষ্ট হচ্ছিল। ঠিক সেই সময়েই ভারত-আফগানিস্তানের মধ্যে নতুন এয়ার করিডর চালুর ঘোষণা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য আশাব্যঞ্জক।

ভারত-আফগানিস্তানের (India-Afghanistan) বাণিজ্যিক  সম্পর্কে নয়া মোড়:

এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ঘোষণা করা হয় এমন এক সময়ে, যখন আফগানিস্তানের তালিবান সরকারের বাণিজ্যমন্ত্রী আল-হজ নূরুদ্দিন অজিজি ভারতের পাঁচ দিনের সফরে এসেছেন। দিল্লিতে অনুষ্ঠিত PHDCCI–র এক অনুষ্ঠানে ভারতের বিদেশ মন্ত্রকের আধিকারিক আনন্দ প্রকাশ জানান, কাবুল-দিল্লি ও কাবুল-অমৃতসর (India-Afghanistan) এয়ার করিডর ইতিমধ্যেই সক্রিয় হয়েছে এবং খুব শীঘ্রই এই রুটে মালবাহী বিমান চলাচল শুরু হবে। তাঁর বক্তব্য, এই উদ্যোগ শুধুমাত্র দুই দেশের সংযোগকেই জোরদার করবে না, বরং বাণিজ্য সম্পর্ককে আরও গভীর করবে।

আরও পড়ুন:নতুন শ্রম কোডে মহিলাদের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধা! নিরাপত্তা ও সমতার ওপর জোর দিল কেন্দ্র

অফগানিস্তানের (India-Afghanistan) পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভারতকে আরও বেশি কৃষিজ পণ্য—বিশেষত তাজা ফল রপ্তানি করতে আগ্রহী। এতে ভারতীয় বাজারে আফগানি পণ্যের সরবরাহ বাড়বে এবং দামও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। পাল্টা ভারতে উৎপাদিত ওষুধ, মেশিনারি এবং টেক্সটাইল কেনার আগ্রহ প্রকাশ করেছে কাবুল। শুধু আকাশপথ নয়, ভারত ও আফগানিস্তান ইরানের চাবাহার বন্দরকে কেন্দ্র করে আরও একটি নির্ভরযোগ্য পরিবহন করিডর গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা করছে।

বর্তমানে সবচেয়ে বড় সমস্যার মধ্যে রয়েছে পেমেন্ট সিস্টেম, কারণ আফগান (India-Afghanistan) ব্যাঙ্কগুলির কাছে SWIFT-এর অ্যাক্সেস নেই। এই সফরেই দুই দেশের মধ্যে আটকে থাকা অর্থ লেনদেনের পথ পুনরায় চালুর বিষয়ে জোর দেওয়া হয়। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে এটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

New twist in India-Afghan trade relations!
নুরুদ্দিন আজিজি

আরও পড়ুন:বশে থাকবে হালকা খিদে, গলা-পেট দুয়েরই আরাম হবে গাজর-আদার স্পেশ্যাল স্যুপে

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। সীমান্তে গোলাগুলি থেকে শুরু করে একাধিক সামরিক সংঘর্ষের পর পাকিস্তান তাদের স্থলসীমা বন্ধ করে দেয়, যার ফলে হাজার হাজার টন আফগানি ফল-সবজি সীমান্তে নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে তালিবান সরকার তাদের ব্যবসায়ীদের পাকিস্তানের উপর সম্পূর্ণ নির্ভর না থেকে বিকল্প বাজার ও রুট খুঁজে নেওয়ার পরামর্শ দেয়। অজিজির ভারত সফর সেই কৌশলেরই অংশ।

এর আগে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লি সফর করেছিলেন, যার পর ভারত কাবুলে তাদের কূটনৈতিক উপস্থিতি পুনরুজ্জীবিত করে। নতুন এয়ার করিডর চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্যের রাস্তা আবারও পুরোপুরি সক্রিয় হয়ে উঠবে এবং দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন সহযোগিতার পথ খুলে দেবে।