দিঘা যাওয়ার প্ল্যানিং করছেন? খুব সাবধান! মাইকিং করে বড় ঘোষণা প্রশাসনের, না জানলেই বাড়বে চাপ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। দিঘার (Digha) জগন্নাথ মন্দিরের দরজা খুলে যেতে চলেছে এপ্রিলের শেষ সপ্তাহেই। নব নির্মিত জগন্নাথ ধামে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। জগন্নাথ ধামকে কেন্দ্র করে জেলা প্রশাসনের তরফে তৈরি করা হবে একটি সুবিশাল গেট। সেই কারণে আগামী বেশকিছু দিন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে সৈকত নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায়।

দিঘার (Digha) পর্যটকদের জন্য বড় আপডেট

সেই বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনের তরফে মাইকিং করে অবগত করা হচ্ছে পর্যটকদের। প্রশাসন সূত্রে খবর, পুরনো দিঘা থেকে নিউ দিঘা যাওয়ার ক্ষেত্রে আগামী ২০ দিন ব্যবহার করতে হবে বাইপাসের রাস্তা। দিঘা (Digha) স্টেশন সংলগ্ন এলাকায় নির্মিত জগন্নাথ ধামের সামনের রাস্তায় তৈরি করা হচ্ছে ‘চৈতন্য দ্বার’। প্রায় দু সপ্তাহ ধরে চলবে সুবিশাল ‘চৈতন্য দ্বার’ নির্মাণের কাজ।

আরও পড়ুন : আজকের রাশিফল ২৫ মার্চ, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

নয়া এই গেট নির্মাণের জন্যই আগামী দুই সপ্তাহ নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। জেলা প্রশাসনের তরফে মাইকিং করে জানানো হয়েছে, আগামী ২ সপ্তাহ পুরনো দিঘা থেকে বাইপাস হয়ে পৌঁছাতে হবে নতুন দিঘা। নিউ দিঘা স্টেশন থেকে ওল্ড দিঘা যেতে হলেও পর্যটকদের ধরতে হবে বাইপাসের রাস্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে চলেছেন দিঘার (Digha) জগন্নাথ মন্দির।

আরও পড়ুন : অবশেষে জামিন পেল মাঠে ঢুকে পড়া সেই কোহলি ভক্ত! তবে মানতে হবে “বিরাট শর্ত”

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একপ্রস্থ বৈঠকও সেরে ফেলেছেন মন্দির ট্রাস্ট কমিটির সাথে। দিঘায় আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল তিনদিনের মহোৎসবের আয়োজন করা হয়েছে মন্দির উদ্বোধন উপলক্ষে। সূত্রের খবর, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠান গোটা রাজ্যে সম্প্রচার করার উদ্যোগও নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

New update for Digha tourist

মার্চ মাসের শুরুতেই মাঙ্গলিক রীতি নিয়ে বৈঠক এবং মন্দির উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে দিঘায় আসেন পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ দৈতাপতি মহারাজ। ২০২২ সালের অক্ষয় তৃতীয়ার দিন নিউ দিঘা স্টেশনের ধারে ভোগীবহ্মপুর মৌজায় ২৫ একর জমিতে শুরু হয় জগন্নাথ মন্দির এবং সংস্কৃতি কেন্দ্র গড়ে  তোলার কাজ। প্রায় ১৮০ কোটি টাকা খরচ করে এই জগন্নাথ মন্দির নির্মাণ করছে রাজ্য সরকার। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে অবশেষে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার খুলে যেতে চলেছে সাধারণ মানুষের জন্যে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X