RCB-র ঘটনা দিয়েছে শিক্ষা! ভারতের মহিলা দলের ভিক্ট্রি প্যারেড নিয়ে কী পরিকল্পনা BCCI-র?

Published on:

Published on:

New update of Board of Control for Cricket in India.

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের মহিলা ODI বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই বিশেষ কৃতিত্ব অর্জন করেছে ভারতের মহিলা দল। এখন প্রশ্ন উঠছে পুরুষ দলের মতো মহিলা দলেরও কী ভিক্ট্রি প্যারেড বেরোবে? ইতিমধ্যেই BCCI (Board of Control for Cricket in India) সচিব দেবজিৎ সাইকিয়া টিম ইন্ডিয়ার ভিক্ট্রি প্যারেড সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তাঁর মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, BCCI ভিক্ট্রি প্যারেডের আয়োজনের জন্য কোনও তাড়াহুড়ো করছে না।

কী পরিকল্পনা BCCI (Board of Control for Cricket in India)-র:

৪ নভেম্বর ICC-র মিটিং; অংশগ্রহণ করবেন BCCI সচিব: জানিয়ে রাখি যে, আগামী ৪ নভেম্বর দুবাইতে ICC-র একটি বৈঠক সম্পন্ন হওয়ার কথা রয়েছে। BCCI (Board of Control for Cricket in India) সচিব দেবজিৎ সাইকিয়া ওই বৈঠকে অংশগ্রহণ করবেন। মুম্বাই বিমানবন্দরে IANS-এর সঙ্গে কথা বলার সময়ে তিনি তাঁর দুবাই সফরের কারণ ব্যাখ্যা করেন। এর পাশাপাশি, BCCI সচিব মহিলা বিশ্বকাপ জয় উদযাপনের জন্য ভিক্ট্রি প্যারেড সম্পন্ন হবে কিনা তাও উল্লেখ করেন।

ভারতীয় মহিলা দলের ভিক্ট্রি প্যারেড কবে: দেবজিৎ সাইকিয়ার মতে, এই মুহূর্তে ভিকট্রি প্যারেডের কোনও পরিকল্পনা নেই। BCCI (Board of Control for Cricket in India) সচিব ব্যাখ্যা করেছেন যে, তিনি ICC-র বৈঠকে যোগ দিতে দুবাই সফর করছেন। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন আধিকারিকও ওই বৈঠকে অংশগ্রহণ করবেন। তাঁদের ফিরে আসার পরই মহিলা দলের ভিক্ট্রি প্যারেডের পরিকল্পনা করা হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের পরেই বড় ঘোষণা করল BCCI! ভারতের মহিলা ক্রিকেট দল পাবে কত কোটি টাকা?

এশিয়া কাপের বিষয়টি ICC-র সামনে উপস্থাপিত করা হবে: দেবজিৎ সাইকিয়া আরও বলেন যে, তিনি ICC-র কাছে এশিয়া কাপ ট্রফির বিষয়টি জোরালোভাবে উপস্থাপিত করবেন। তিনি আশাবাদী যে ভারত তার ট্রফিটি সেই সম্মান এবং মর্যাদার সঙ্গে ফিরে পাবে যা তার প্রাপ্য।

আরও পড়ুন: ভারতের মেয়েরাই বিশ্বসেরা! প্রথমবার মহিলা ODI বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া

ভারত পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছে: জানিয়ে রাখি যে, ভারত পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ২০২৫ সালের এশিয়া কাপ জিতেছে। কিন্তু এরপর, ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনিতে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজক সম্পর্কের কারণে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব PCB তথা ACC সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করা থেকে বিরত থাকেন। এরপর, নকভিও ট্রফিটি সঙ্গে নিয়ে স্টেডিয়াম ত্যাগ করেন। এখনও পর্যন্ত ভারত এশিয়া কাপের ট্রফিটি পায়নি। যার ফলে এশিয়া কাপ নিয়ে বিতর্ক এখনও বজায় রয়েছে।