মানসিক চাপে হাসপাতালে পলাশ মুচ্ছল! বাগদান ভাঙার পরই নেটমাধ্যমে ছড়াল ব্যক্তিগত নম্বর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: টানা একের পর এক ব্যক্তিগত ও মানসিক বিপর্যয়ের মুখে পড়েছেন সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল (Smriti-Palash Controversy)। প্রথমে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানার সঙ্গে তাঁর বিয়ে স্থগিত হওয়া, তারপর হঠাৎ অসুস্থতা—এরই মধ্যে আরও এক বিপত্তি। সমাজমাধ্যমে ফাঁস হয়ে গেল তাঁর বহু বছর আগের একটি ব্যক্তিগত ফোন নম্বর। যা ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত হওয়ার পরই মেরি ডি’কোস্টা নামে এক মহিলা পলাশের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে ইঙ্গিত মিলেছে প্রতারণার। ফলে প্রশ্ন উঠতে শুরু করে—স্মৃতিকে কি সত্যিই বিভ্রান্ত করছিলেন পলাশ? এই বিতর্কেই নতুন করে সামনে আসে পলাশের ২০১০ সালের একটি পুরনো টুইট, যেখানে তিনি অভিনেতা মহেশ ভট্টের কাছে কাজ চেয়েছিলেন এবং সেই পোস্টেই নিজের ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করেছিলেন। সেই নম্বরই এখন নতুন করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

স্মৃতি- পলাশ (Smriti-Palash Controversy) বিতর্কে নতুন মোড়

স্মৃতি মন্ধানার (Smriti-Palash Controversy) সঙ্গে পলাশের বিয়ে হওয়ার কথা ছিল গত রবিবার। কিন্তু আচমকা অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। পারিবারিক পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন দুই পরিবারই। এর কিছু পরেই শরীর খারাপ হয় পলাশেরও। অতিরিক্ত মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। টানা চার ঘণ্টা তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হয়। প্রথমে সাঙ্গলীর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন : চিনের কড়াকড়ির জবাব দিল দিল্লি, বিরল খনিজ চুম্বক তৈরিতে স্বদেশি শক্তি গড়তে বড়সড় ঘোষণা কেন্দ্রের

অন্যদিকে, পলাশের (Smriti-Palash Controversy) স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত মানসিক চাপের ফলেই তাঁর শারীরিক অবনতি হয়েছিল। বুকে চাপ ও তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার দীপেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, হৃদ্‌যন্ত্রে বড় ধরনের কোনও সমস্যা হয়নি। সম্পূর্ণ মানসিক চাপ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি। এমন অবস্থায় রোগীকে অক্সিজেন থেরাপি এবং সম্পূর্ণ বিশ্রাম দেওয়া জরুরি। তাই কয়েক ঘণ্টার চিকিৎসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক স্তরে বিতর্ক বাড়ছে পলাশকে (Smriti-Palash Controversy) ঘিরে। প্রথমত বিয়ে স্থগিতের ঘটনা, তারপর ব্যক্তিগত কথোপকথন প্রকাশ হওয়া, তার পর আবার পুরনো টুইট ঘিরে তাঁর ব্যক্তিগত নম্বর ছড়িয়ে পড়া—এই ধারাবাহিক পরিস্থিতি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে মেরি ডি’কোস্টার স্ক্রিনশট সামনে আসার পর পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন নেটিজেনদের একাংশ। যদিও এই অভিযোগ নিয়ে পলাশ বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পলাশের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, অতিরিক্ত বিতর্ক এবং তীব্র মানসিক চাপে তাঁর শারীরিক পরিস্থিতি আরও দুর্বল হয়ে পড়েছিল।

New Update of Smriti-Palash Controversy.

আরও পড়ুন:ওয়াশিংটনের দুই ব্লক দূরেই চলল এলোপাথাড়ি গুলি, গুরুতর জখম ২ ন্যাশনাল গার্ড, “কাউকে রেয়াত নয়” হুঁশিয়ারি ট্রাম্পের

চিকিৎসকদের নির্দেশ, আগামী তিন সপ্তাহ পলাশকে (Smriti-Palash Controversy) সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। মানসিক চাপ এড়াতে হবে এবং কোনও রকম জনসমক্ষে উপস্থিতিও কমাতে হবে। এদিকে, স্মৃতি- পলাশের বিয়ে কবে হবে তা নিয়ে জল্পনা অব্যাহত। দুই পরিবারই জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই নতুন করে তারিখ ঘোষণা করা হবে। তবে ব্যক্তিগত দিক থেকে টালমাটাল পরিস্থিতি সামলাতে পলাশকে এখন নিজের স্বাস্থ্যের দিকেই বেশি নজর দিতে হবে—এমনটাই পরামর্শ গণমাধ্যম ও চিকিৎসক মহলের।