উদ্ধার ছয়টি চেক, NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! কত করে নেওয়া হয় পড়ুয়াদের থেকে?

   

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নিয়োগ পরীক্ষার (Neet Exam) প্রশ্নপত্র ফাঁসের (Question Paper Leak) তদন্তে এবার নতুন মোড়। সাম্প্রতি বিহার পুলিশের ইকোনোমিক অফিস ইউনিটের হাতে এসেছে এক নতুন প্রমাণ। যা থেকে জানা যাচ্ছে, তল্লাশি চালিয়ে তদন্তকারীরা মোট ৬ টি চেক উদ্ধার করেছেন। ওই সমস্ত চেক থেকে জানা যাচ্ছে তথাকথিত প্রশ্নপত্র ফাঁস করার জন্য প্রত্যেক পরীক্ষার্থী পিছু ৩০ লক্ষ্য করে টাকা নিয়ে নিয়েছিল মাফিয়া গোষ্ঠী।

এ বিষয়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারাল সংস্থা পিটিআইকে জানিয়েছেন,’তদন্ত চলাকালীন, গোয়েন্দারা ছয়টি পোস্ট-ডেটেড চেক উদ্ধার করেছে। পরীক্ষার আগে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করার জন্যে সেই টাকা নেওয়া হয়েছিল।’ জানা যাচ্ছে উদ্ধার হওয়া চেকগুলি থেকেই  ব্যাঙ্কগুলির অ্যাকাউন্ট হোল্ডারদের সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত এখনও পর্যন্ত, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিহার পুলিশের ইকোনমিক অফেন্স ইউইনিট এখনও পর্যন্ত চার পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্য সহ ১৩ জনকে গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, ধৃত এই ১৩ জনই নাকি বিহারের। এছাড়াও বিহারের সাতজন এবং উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের একজন করে প্রার্থীকে তদন্তের স্বার্থে তলবের নোটিস পাঠিয়েছে বিহার পুলিশ।

আরও পড়ুন: কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, NJP স্টেশনের আগে ভয়াবহ দুর্ঘটনা, আহত বহ

ইতিমধ্যেই,নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। এমনকি পরীক্ষা বাতিল করারও দাবি করা হয়েছে। যদিও নিট পরীক্ষা বাতিলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মাঝে পটনায় নিট পরীক্ষা নিয়ে তদন্ত থেকে জানা যাচ্ছে, গত ৫ মে নিট পরীক্ষা শুরুর ৫ মিনিট পরই পুলিশের কাছে খবর আসে একটি সাদা রঙের রেনল্ট ডাস্টার গাড়ি পরীক্ষা কেন্দ্রের বাইরে ঘোরাফেরা করছে।

Neet

তদন্ত করে পুলিশ জানতে পারে ওই  গাড়িটি নাকি একটি নির্দিষ্ট গ্যাং সদস্যের। তাদের বিরুদ্ধে আগেও প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে গত ৫ মে যে সাদা গাড়ির খবর বিহার পুলিশ পেয়েছিল সেটি বাজেয়াপ্ত করেই তা থেকে ৪ জন নিট পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছিল। যে ৪ জনের  অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছিল তারা প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছেন। এছাড়া সেই গাড়ি থেকে আটক হয়েছিলেন ৩ জন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর