ভারতের ওপর অত্যধিক শুল্ক বেআইনি! ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করার লক্ষ্যে মার্কিন সংসদে পেশ প্রস্তাব

Published on:

Published on:

Resolution introduced in US house against Donald Trump's tariff on India.
Follow

বাংলাহান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আমলে ভারতের পণ্যের উপর আরোপিত ৫০ শতাংশ শুল্ককে ‘বেআইনি’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি উঠল মার্কিন সংসদে। শুক্রবার আমেরিকার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস-এ এ সংক্রান্ত একটি প্রস্তাব পেশ করা হয়েছে। প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছে, এই চড়া শুল্কের ফলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকারই অর্থনীতি ও সাধারণ নাগরিকেরা। খুব শীঘ্রই এই প্রস্তাব নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

ভারতের ওপর ট্রাম্পের (Donald Trump) চাপানো শুল্ক বিরুদ্ধে মার্কিন হাউসে প্রস্তাব পেশ:

এই প্রস্তাবের নেপথ্যে রয়েছেন হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস-এর তিন সদস্য— ডেবোরা রস, মার্ক ভিসে এবং ভারতীয় বংশোদ্ভূত সাংসদ রাজা কৃষ্ণমূর্তি। তাঁরা শুধু ভারতের ক্ষেত্রেই নয়, ব্রাজ়িলের পণ্যের উপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক বাতিলের দাবিও তুলেছেন। উল্লেখযোগ্যভাবে, ট্রাম্প (Donald Trump) প্রশাসনের আমলে আরোপিত এই ৫০ শতাংশ শুল্কই এখনও পর্যন্ত আমেরিকার সর্বোচ্চ শুল্কহার বলে ধরা হচ্ছে।

আরও পড়ুন: গ্রিন লাইনে কমবে অপেক্ষা, বাড়বে গতি! হাওড়া–কলকাতা যাত্রায় স্বস্তি, জানুন নতুন সময়সূচি

প্রসঙ্গত, প্রথমে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প (Donald Trump)। কিন্তু রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা নিয়ে নয়াদিল্লির অনড় অবস্থানের জেরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। এর ফলে ভারতের উপর মোট শুল্কের হার দাঁড়ায় ৫০ শতাংশে, যা ২৭ অগস্ট থেকে কার্যকর হয়। এর জেরে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যে বড়সড় ধাক্কা লাগে। বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করেই ট্রাম্প এই অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, যা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন বহু মার্কিন আইনপ্রণেতা।

প্রস্তাবে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে উত্তর ক্যারোলিনা প্রদেশের কথা, যেখানে এই শুল্কের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বলে দাবি সাংসদদের। ওই প্রদেশের অর্থনীতি অনেকাংশেই ভারতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের উপর নির্ভরশীল। বিজ্ঞান, প্রযুক্তি এবং উৎপাদন শিল্পে উত্তর ক্যারোলিনায় ভারতীয় সংস্থাগুলির বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। পাশাপাশি সেখানে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য। তাই ট্রাম্পের (Donald Trump) এই শুল্কের কারণে তাঁদের ব্যবসা ও জীবিকা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সংসদে তুলে ধরা হয়েছে।

Resolution introduced in US house against Donald Trump's tariff on India.

আরও পড়ুন: টানা ৩ দিন বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার, বিকল্প রুট কোনটি? জানাল কলকাতা পুলিশ

সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাজা কৃষ্ণমূর্তি বলেন, ট্রাম্পের (Donald Trump) আরোপিত শুল্ক সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করছে, উৎপাদন ব্যয় বাড়াচ্ছে এবং শেষ পর্যন্ত মার্কিন কর্মীদেরই ক্ষতি করছে। তাঁর কথায়, “এতে হিতে বিপরীত হচ্ছে।” শুল্ক প্রত্যাহার হলে ভারত-আমেরিকার অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও মজবুত হবে বলেও মত তাঁর। উল্লেখ্য, ডেমোক্র্যাট সদস্যেরা দীর্ঘ দিন ধরেই ট্রাম্পের শুল্কনীতির বিরোধিতা করে আসছেন এবং গত অক্টোবরে কৃষ্ণমূর্তিরা সরাসরি প্রেসিডেন্টের কাছে ভারতের উপর আরোপিত শুল্ক তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন।