আমূল বদলে যাচ্ছে নিয়ম, SIR জল্পনার মাঝেই ভোটার কার্ড নিয়ে এল বড় আপডেট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভোটার তালিকা সংশোধনী নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে জল্পনা। বিহারের পর বাংলাতেও SIR চালু হবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলেই চলছে আলোচনা। এর মাঝেই ভোটার কার্ড (Voter Card) নিয়ে এল বড় আপডেট। ভোটার কার্ড তৈরির পর বাড়িতে পৌঁছানোর পদ্ধতিটাই সম্পূর্ণ বদলে যেতে চলেছে। এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে।

ভোটার কার্ড (Voter Card) হাতে পেতে লাগবে কম সময়

এবার মাত্র ১৫ দিনের মধ্যেই হাতে পাওয়া যাবে ভোটার কার্ড (Voter Card)। এতদিন দীর্ঘ প্রক্রিয়ার জেরে ভোটার কার্ড হাতে পেতে অনেকটাই সময় লেগে যেত। কিন্তু এবার সেই পদ্ধতিতে আসছে বদল। তাই সময় অনেকটাই বাঁচবে, কার্ডও (Voter Card) তাড়াতাড়ি পৌঁছাবে সংশ্লিষ্ট ভোটারের কাছে। কী পরিবর্তন আসতে চলেছে?

New update regarding voter card

আগে কীভাবে পৌঁছাত কার্ড: আগে ভোটার কার্ড (Voter Card) তৈরি হওয়ার পর তা প্রথমে এসে পৌঁছাত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। তারপর তা পাঠানো হত জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। তারপর তা যেত পোস্ট অফিসে আর সেখান থেকে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যেত কার্ড (Voter Card)। কিন্তু এই পদ্ধতিতে সময় লেগে যেত অনেক বেশি। পাশাপাশি সবসময় সঠিক জায়গায় পৌঁছাত না কার্ড। তাই এই পদ্ধতি বদলানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে।

আরও পড়ুন : ৮ বছর পার করে দুর্গা রূপে মহালয়ায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী, বিরাট চমক এই চ্যানেলের

কী বদল আসতে চলেছে: নতুন পদ্ধতিতে সরস্বতী প্রেসে কার্ড (Voter Card) ছাপানোর পর তা সরাসরি পৌঁছে যাবে জিপিওতে। তারপর তা পাঠানো হবে সংশ্লিষ্ট ভোটারদের কাছে। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ডাক এবং তার বিভাগের আধিকারিকরা। সঙ্গে ছিলেন সরস্বতী প্রেসের আধিকারিকরাও।

আরও পড়ুন : এবার পুজোয় পাতে পড়বে পদ্মার ইলিশ, বাংলাদেশ সরকারকে বিশেষ চিঠি মাছ ব্যবসায়ীদের

নির্বাচন কমিশন সূত্রে খবর, এই বৈঠকেই নেওয়া হয়েছে ভোটার কার্ডের বিষয়ে এই সিদ্ধান্ত। তবে নতুন পদ্ধতিতে বাস্তবিকই সময় সাশ্রয় হয় কিনা, ১৫ দিনের মধ্যে ভোটার কার্ড হাতে পাওয়া যায় কিনা সেটাই দেখার।