ছেলে, হবু বৌমার সঙ্গে অপর জন কে? ভ‍্যালেন্টাইনস ডে তে নতুন প্রেমিকের সঙ্গে শ্রাবন্তী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের শেষের দিক থেকেই লাইমলাইট রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee)। রোশন সিংয়ের (roshan singh) সঙ্গে তৃতীয় বিয়েও ব‍্যর্থ হওয়ার গুঞ্জন সংবাদ শিরোনামে নিয়ে আসে শ্রাবন্তীকে। এখন নাকি দুজনে আলাদাই থাকছেন বলে খবর। রোশন জানিয়ে দিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাঁর।

গত বছর ভ‍্যালেন্টাইনস ডে (valentines day) টা একসঙ্গেই সেলিব্রেট করেছিলেন শ্রাবন্তী ও রোশন। নতুন নতুন বিয়ের পর প্রেম দিবসে একে অপরের মধ‍্যে হারিয়ে গিয়েছিলেন দুজন। কিন্তু এ বছরে সবটাই আলাদা। একে অন‍্যের জীবন থেকেই এখন হারিয়ে গিয়েছেন রোশন শ্রাবন্তী। তাই এবার প্রেমের দিনটা ছেলে, হবু বৌমা ও একজন অচেনা ব‍্যক্তির সঙ্গে কাটালেন তিনি।


১৪ তারিখ সেলিব্রেশনের বেশ কিছু ছবি, ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রাবন্তী। সেখানেই এক ফ্রেমে দেখা যায় ছেলে অভিমন‍্যু, হবু বৌমা মডেল দামিনী ঘোষ, অভিনেত্রীর প্রিয় বান্ধবী সঞ্চারী ও আরেক অচেনা ব‍্যক্তিকে। ভিডিও প্রকাশ‍্যে আসতেই নেটিজেনদের সব নজর গিয়ে পড়ে ওই অচেনা ব‍্যক্তিটির উপর। তাঁর পরিচয় দেননি শ্রাবন্তী। তিনি কি অভিনেত্রীর কোনো বন্ধু নাকি বিশেষ কেউ? প্রশ্ন উঠলেও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী।


এর আগে এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের কাছে অভিনেত্রী মুখ খোলেন ছেলে অভিমন‍্যু ওরফে ঝিনুকের সম্পর্ক নিয়ে। তিনি সাফ জানিয়ে দেন, ছেলের বান্ধবীকে তিনি চেনেন। উপরন্তু এটাই প্রেম করার বয়স, তাই এই নিয়ে অবাক হওয়ার কিছু নেই বলেও মন্তব‍্য করেন শ্রাবন্তী। এবার ভ‍্যালেন্টাইনস ডে তে দামিনীর সঙ্গে আড্ডা মেরে তিনি প্রমাণ করে দিলেন বেশ ‘কুল’ শাশুড়ি তিনি।

X