আরও ভয়ঙ্কর! চীনে হদিস মিলল করোনার মতোই নয়া ভাইরাসের, চিন্তায় ..

করোনা এখনও বিশ্বজুড়ে তার তান্ডব চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আরও একটি ভয়ঙ্কর ভাইরাস আবিষ্কার করল চীনা বিজ্ঞানীরা। যার সাথে ৯৪ শতাংশ মিল আছে করোনা ভাইরাসের। এটিও করোনার মতোই সংক্রামক। যার ফলে করোনা অতিমারীর মধ্যেই সতর্কতার পাঠ পড়াচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

বিজ্ঞানীদের এই আবিষ্কৃত ভাইরাস SARS-CoV-2 এর অনুরূপ। যেটি করোনা ভাইরাসের মূল কারণ। নয়া এই মারণঘাতী ভাইরসের নাম RpYNo6। এই ভাইরাসটি আবিষ্কার করল চীনের শানডং ফার্স্ট মেডিকেল ইউনিভার্সিটি এবং শানডং একাডেমি অফ মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা।

rr con 1

তারা চীনের ইউনান প্রদেশ জুড়ে এই ভাইরাসের নমুনা ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত সংগ্রহ করেছে। মোট চার প্রকার ভাইরাস আবিষ্কার করল তারা। যার মধ্যে এই RpYNo6 ভাইরাসেই কোভিড-১৯ এর মূল কারণ SARS-CoV-2 এর সঙ্গে বহুয়াংশ মিল রয়েছে। কারণ এই নয়া ভাইরাসের মধ্যে রয়েছে স্পাইক প্রোটিন। যার উপস্থিতে মানব দেহে মরণঘাতী ভাইরাস হানা দেয়।

rr con 22

ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) তরফে আরও একটি মহামারীর ইঙ্গিত দিয়েছে। যার কারণ হিসেবে একটি প্রতীকী নাম ‘Disease X’ ভাইরাসের উল্লেখ করেছে। এখানে এই ‘X’ অপ্রত্যাশিত। বিশ্বের বিশেষজ্ঞরাও আরও একটু অতিমারীর আগাম পূর্বাভাষ দিয়েছে। যা হবে অজানা রোগ থেকে বলেও জানান তারা।

এদিকে ধারণা অনুযায়ী করোনা ভাইরাসের উৎস চিন থেকে তা আজ গোটা বিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে। যার ফলে ইতিমধ্যেই ১১৯ মিলিয়ন মামলা ধরা পড়েছে এবং ২.৬৫ মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছেন। যা থেকে বাঁচতে আজ গোটা বিশ্ব টিকাকরনের উপরই ভরসা রাখছে। তবু তার তান্ডব অব্যহত। এরইমধ্যে আরও একটি সংক্রামক ভাইরাসের হদিস গোটা বিশ্বকে আতঙ্কের হাতছানি দিচ্ছে।


সম্পর্কিত খবর