বাংলা হান্ট ডেস্ক : প্রতিবন্ধী মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার একমাত্র মাধ্যম হল হুইল চেয়ার৷ বর্তমানে আমাদের দেশের অন্যান্য জায়গা থেকে এই হুইল চেয়ার আমদানি করতে হয় কিন্তু এবার মাদ্রাজ আইআইটি র তরফ থেকে উন্নত প্রযুক্তিতে তৈরি একটি হুইল চেয়ার আবিষ্কার করা হল, যেটি সাধারণ ভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থায়ী বসার এবং খেতে ঘোরা ফেরা করার সুযোগ করে দেবে৷ বর্তমানে মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দেশের চিকিত্সা ব্যবস্থা উন্নত করার কাজে এগিয়ে এসেছে
আর তাই প্রতিবন্ধী মানুষদের বিশেষ সাহায্যের জন্য এই নতুন হুইলচেয়ার আবিষ্কার৷ ভারতীয় প্রযুক্তিতে তৈরি সেই হুইল চেয়ারকে বলা হচ্ছে এর আরাইজ৷ জানা গিয়েছে এটি দেশের মাটিতে পনের হাজার টাকায় বিক্রি করা হবে৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এই হুইল চেয়ার টি চারটি আকারে তৈরি হচ্ছে৷ ছোট মাঝারি বড় এবং আরও বড়৷ সমস্ত আকারের মানুষ যাতে এই চেয়ারে বসে সামঞ্জস্য রক্ষা করতে পারে তার জন্যই এই মাপ আনা হয়েছে৷
সম্প্রতি এই হুইলচেয়ার উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আইআইটি মাদ্রাজের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় মন্ত্রী ও সমাজ সেবীরা৷ এই স্ট্যান্ডিং হুইলচেয়ার সম্পর্কে বলতে গিয়ে আইআইটি মাদ্রাজের এক শিক্ষাকর্মী জানিয়েছেন শেষ পাঁচ বছরে ভারতে এবং বিদেশে অনেক প্রযুক্তির বদল হলেও এই ধরনের স্ট্যান্ডিং হুইল চেয়ার তিনি কখনও দেখেননি, যদিও এটি ব্যয়বহুল কিন্তু বহুমুখী ও স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন৷
এই হুইল চেয়ারের মাধ্যমে শুধুমাত্র বসাও নয় একজন প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে যে কোনও কাজ করা যাবে৷ অন্যদিকে জানা গিয়েছে আইআইটি মাদ্রাজের টিটি কে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন রিসার্চ অ্যান্ড ডিভাইস ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে স্ট্যান্ডিং হুইল চেয়ার তৈরি সম্ভব হয়েছে৷ আসলে হুইল চেয়ারে বসে থাকা মানুষগুলোর কথা ভেবে এবং তাঁদের একঘেয়েমি কাটিয়ে আরাম দেওয়ার জন্য এই স্ট্যান্ডিং হুইল চেয়ার তৈরির ভাবনা মাথায় আসে৷
তাই হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সত্যিই এটি সুখবর, আর পাঁচটা মানুষদের মতো স্বাভাবিকভাবে হাঁটতে না পারলে দাঁড়ানোর ক্ষমতা থাকবে৷