গোপালের ‘হেলেপে’ আবারো সেরা ‘মিঠাই’, বড় চমক ‘খেলাঘর’! পরাজিত ‘অপরাজিতা অপু’

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতে ওলটপালট টিআরপি তালিকা। জি বাংলা ও স্টার জলসার মধ‍্যে টক্কর ক্রমেই বেড়ে উঠছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘মিঠাই’ (mithai) ‘খুকুমণি’ (khukumoni home delivery), ‘উমা’ ‘গাঁটছড়া’র মধ‍্যেও। নতুন বছরের প্রথম টিআরপি তালিকায় পুরনোরা রয়েছে বটে, তবে আধিপত‍্য কায়েম করেছে নতুনেরাই।

প্রথম স্থানে বরাবরের মতোই ‘মিঠাই’। নতুন বছরেও তার জলবা এতটুকু কম করতে পারেনি শত্রুরা। নিত‍্য নতুন সিরিয়াল এনেও এখনো পর্যন্ত মোদক বাড়ির বৌমাকে কাবু করতে পারেনি প্রতিপক্ষ চ‍্যানেল। ১১.০ পয়েন্ট নিয়ে স্বমহিমায় বাংলা সেরা মিঠাই। সদ‍্য এক বছরের সফর সম্পূর্ণ করেছে এই সিরিয়াল। ফের সেরার শিরোপা পেয়ে সেলিব্রেশনটা দ্বিগুণ হল।

mITHAI fi
দ্বিতীয় স্থানে গত সপ্তাহের মতোই রয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। উল্লেখ‍্য, মিঠাইয়ের নম্বর কিন্তু গত বছরের শেষ সপ্তাহে যা ছিল, এ সপ্তাহেও তাই রয়েছে। কিন্তু খেল দেখিয়ে দিয়েছে খুকুমণি। বিহানের সঙ্গে তার আচমকা বিয়ের টুইস্ট দেখিয়ে তড়তড়িয়ে এগিয়ে চলেছে এই সিরিয়াল। বছরের শুরুর সপ্তাহে তার ঝুলিতে রয়েছে ১০.২ নম্বর।

তৃতীয় স্থানে জি এর ‘উমা’। সেখানেও এখন চলছে বিয়ে পর্ব। আলিয়ার ষড়যন্ত্র জানতে পেরে গিয়ে তার সামনেই বিয়ের মণ্ডপে উমার সিঁথি রাঙিয়ে দিয়েছে অভিমন‍্যু। টানটান উত্তেজনায় বুঁদ হয়ে রয়েছে দর্শকরা। ফলস্বরূপ উমার ঝুলিতে টাটকা ৯.৩ নম্বর। তবে নতুন বছরে সবথেকে বড় চমক প্রথম পাঁচ সিরিয়ালে ‘খেলাঘর’ এর উঠে আসা। দীর্ঘদিন পর এত ভাল ফল করেছে এই সিরিয়াল। ৮.৯ নিয়ে উমার পরেই চতুর্থ স্থানে জায়গা হয়েছে শান্টু পূর্ণার।

maxresdefault 19 1
পাঁচ নম্বরে স্টারের আরেক নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’। তবে বেশ করুণ অবস্থা জি বাংলার দুই মহারথী ‘যমুনা ঢাকি’ ও ‘অপরাজিতা অপু’র। একসময় কড়া টক্কর দেওয়া দুই সিরিয়ালেরই জায়গা হয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। এ হপ্তাহের টিআরপি তালিকায় জি বাংলাকে টেক্কা দিয়ে অধিকাংশ স্থান দখল করেছে স্টার জলসার সিরিয়াল।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই-  ১১.০  (প্রথম)
খুকুমণি হোম ডেলিভারি-  ১০.২ (দ্বিতীয়)
উমা- ৯.৩ (তৃতীয়)
খেলাঘর- ৮.৯ (চতুর্থ)
গাঁটছড়া-  ৮.৪ (পঞ্চম)
যমুনা ঢাকি-  ৮.২ (ষষ্ঠ)
মন ফাগুন- ৮.১ (সপ্তম)
অপরাজিতা অপু- ৮.১ (সপ্তম)
সর্বজয়া- ৭.৮ (অষ্টম)
ধুলোকণা-  ৭.৭ (নবম)
আয় তবে সহচরী- ৭.৬ (দশম)

Niranjana Nag

সম্পর্কিত খবর