এই ধারাভাষ্যকর মাঠে থাকলেই সুপার ওভারে হারছে নিউজিল্যান্ড, কে এই ধারাভাষ্যকর?

ভারতের কাছে সুপার ওভারে হারের পর নিউজিল্যান্ডের ক্রিকেট সমর্থকরা দাবি করছেন এই ধারাভাষ্যকার মাঠে থাকলে বারবার সুপার ওভারে হারতে হচ্ছে নিউজিল্যান্ড দলকে। যদিও এই কুসংস্কারে কোন বাস্তব ভিত্তি নেই তবুও নিউজিল্যান্ড সমর্থকরা মনে করেন নিউজিল্যান্ডের সুপার ওভারে হারের জন্য এই ধারাভাষ্যকার পরোক্ষ ভাবে দায়ী। এক বছরেরও কম সময়ের মধ্যে এই নিয়ে তিন তিনবার সুপার ওভারে ম্যাচ হারতে হল নিউজিল্যান্ডকে, আর তারপরেই নিউজিল্যান্ড সমর্থকদের এই অবাস্তব দাবি।

এই ধারাভাষ্যকার হলেন নিউজিল্যান্ডের বাসিন্দা ইয়ন স্মিথ। সুপার ওভারে হারার জন্য এবার নিজেদের দেশের লোকের উপরে দায় চাপাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেট সর্মথকরা। গত সাত মাসে তিনটি সুপার ওভারে ভালো পজিশনে থেকেও হারতে হয়েছে নিউজিল্যান্ড দলকে। উল্লেখযোগ্যভাবে, এই তিনটি সুপার ওভারেই ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন কিউয়ি ধারাভাষ্যকার ইয়ান স্মিথ।

139941522f567cb0ce8709395d1c5992ac516dca3

এই ইয়ন স্মিথ হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। যিনি নিজে একসময় নিউজিল্যান্ড দলের হয়ে ক্রিকেট খেলেছেন তিনি কখনই চাইবেন না তার প্রিয় দলটি এইভাবে প্রতিটি সুপার ওভারের ম্যাচ হারুক। তবুও নিউজিল্যান্ড সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছে তাকে।

ইয়ন স্মিথ ধারাভাষ্য করার সময় বলেছেন সুপার ওভার টাই হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি সুপার ওভার টাই হয় তাহলে আমি অবসর নেব। তখন ভারতের জয়ের জন্য দরকার ছিল দুই বলে দশ রান, আর সেই সময়ই পরপর দুই বলে দুটি ছক্কা মেরে ভারতকে ম্যাচ জিতিয়ে দেয় রোহিত শর্মা। তারপর থেকেই গালমন্দ শুনতে হচ্ছে তাকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর