আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের আগেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা চোটের জন্য ছিটকে গিয়েছেন ওয়ানডে সিরিজ থেকে। এবার ধাক্কা পেল নিউজিল্যান্ড। এই ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে চোটের জন্য ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর জায়গায় দলে এসেছেন মার্ক চ্যাপম্যান।
ভারতের বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজ খেলার সময় বাঁ কাঁদে চোট পান উইলিমাসন। তৃতীয় টিটোয়েন্টি চলার সময় চোট পান তিনি ফলে সিরিজের বাকি দুটি ম্যাচে আর খেলতে পারেন নি উইলিমাসন। উইলিমাসনের অনুপস্থিতে সিরিজের বাকি দুটি টিটোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেন টিম সাউথি। তবে উইলিমাসনের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে কিউয়িদের নেতৃত্ব দেবেন টম নাথাম।
প্রথমে জানা গিয়েছিল উইলিয়ামসনের চোট সেই রকম ভাবে গুরুতর কিছু নয়। এক্স-রে রিপোর্টেও তেমন অস্বাভাবিক কিছু ধরা পড়েনি, কিন্তু নিউজিল্যান্ড দলের ফিজিও বিজয় বল্লব জানিয়েছেন উইলিমাসনের চোট সেরকম গুরুতর না হলেও উইলিয়ামসনকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সেই জন্যই বেশ কয়েকদিন ট্রেনিংয়ের মাধ্যমে রেখে উইলিয়ামসনকে পুরোপুরি সুস্থ করে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। আর সে কারণেই ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না উইলিমাসন। উইলিমাসন যাতে ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে পারেন সেই দিকেই চেষ্টা করা হচ্ছে টিম ম্যানেজমেন্ট এবং ফিজিওর তরফে।