বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বে এখনও করোনা ভাইরাসের মহামারীর বিপদ কমেনি। কোভিড-১৯ এর এই ভাইরাস আপনাকে যখন তখন নিজের কাবুতে নিতে পারে। গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের বিপদে সন্মুখিন হয়েছিল, তখন নিউজিল্যান্ড সবার কাছে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিশ্বে সবার আগে নিউজিল্যান্ড নিজেদের করোনা মুক্ত দেশ বলে ঘোষণা করেছিল। গোটা বিশ্বের করোনার বিরুদ্ধে লড়াইয়ের নিউজিল্যান্ডের প্রশংসাও হয়েছিল। কিন্তু এবার নিউজিল্যান্ডে করোনা ভাইরাসের প্রাণঘাতী স্ট্রেন মেলার পর চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন বলেন, গোটা দেশকে কড়া নিষেধাজ্ঞার মধ্যে রাখা হবে। করোনার মহামারীর বিপদ দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাইনা অকল্যান্ড ছাড়া আর অন্য কোনও শহরে লকডাউন লাগু হোক।
বলে রাখি, নিউজিল্যান্ডের সবথেকে বড় শহর অকল্যান্ডে তিনদিনের জন্য লকডাউনের ঘোষণা করা হয়েছে। এই লকডাউন রবিবার মধ্যরাত থেকে লাগু হবে। সরকার এই সিদ্ধান্ত শহরে নতুন করে করোনার সংক্রমণ মেলার পর নিয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন বলেন, ততদিন সতর্ক থাকতে হবে, যতদিন না শহরে নতুন করে মেলা করোনা ভাইরাসের সম্পূর্ণ তথ্য সামনে আসছে।