দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

Published On:

ভারত বনাম নিউজিল্যান্ড এর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে 5-0 ব্যবধানে নিউজিল্যান্ডকে হারানোর পর ভারতীয় সমর্থকরা ভেবেছিলেন ওয়ানডে সিরিজও ভারত অনায়াসে জিতে নেবে। কিন্তু সেটা আর হল না, সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড দল।

সিরিজের প্রথম ম্যাচে 347 রানের বড় লক্ষ্যমাত্রা স্থির করেছিল ভারতীয় দল। কিন্তু এই লক্ষ্যমাত্রা অনায়াসে চেজ করে দেয় নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ভারতকে 4 উইকেটে হারায় নিউজিল্যান্ড, আর তারপর আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ভারত এবং নিউজিল্যান্ড। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। আজ দুটি পরিবর্তন হয়েছিল ভারতের, আসন্ন টেস্ট সিরিজের জন্য মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন নবদীপ সাইনি তিনি ব্যাট এবং বল হাতে সফল। অপরদিকে কুলদীপ যাদব এর পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন যুবেন্দ্র চাহাল তিনিও আজকের ম্যাচে সফল।

এইদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত 50 ওভারে আট উইকেট হারিয়ে 273 রান তোলে। এর জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। শেষের দিকে নবদীপ সাইনি এবং রবীন্দ্র জাদেজা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সেটা জেতার জন্য যথেষ্ট ছিল না। এর ফলে 251 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। 22 রানে এই ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড সেই সাথে 2-0 ব্যবধানে সিরিজও জিতে নিল নিউজিল্যান্ড।

X