‘আদিপুরুষ’ দেখতে এসে বউ হারালেন যুবক, সিনেমা হল থেকেই পালাল নববিবাহিতা স্ত্রী!

বাংলাহান্ট ডেস্ক: ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিটি মুক্তি পাওয়ার পর ট্রোলিংয়ের কেন্দ্রে চলে এসেছে। রামায়ণ মহাভারত অবলম্বনে তৈরি ছবিটি ভারতীয় চলচ্চিত্রের নতুন ব্লকবাস্টার হওয়ার কথা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে ব্লকবাস্টার হওয়া তো দূর, নিন্দার চোটে পালানোর পথ পাচ্ছেন না নির্মাতারা। একাধিক শহরে আদিপুরুষ নির্মাতাদের বিরুদ্ধে আইনি মামলা চলছে। কিন্তু রাজস্থানের জয়পুর (Jaipur) থেকে যে ঘটনার সাক্ষী রইল তা হয়তো অন্য কোথাওই শোনা যায়নি।

আদিপুরুষ দেখতে এসে ছাড়াছাড়ি হয়ে গেল নববিবাহিত দম্পতির। জয়পুরের আদর্শ নগরের সীকর জেলার বাসিন্দা কানারাম পুলিসের কাছে বউ হারানোর অভিযোগ জানিয়েছেন। দুই নববিবাহিত স্বামী স্ত্রী মিলে নাকি আদিপুরুষ দেখতে গিয়েছিলেন পিঙ্ক স্কোয়ার মলে। ইন্টারভ্যাল চলাকালীন সিনেমা হল থেকে উধাও হয়ে যান যুবকের স্ত্রী রেখা।

Newly married wife ran away while watching adipurush

সীকর জেলার রিঙ্গস ক্ষেত্রের বাসিন্দা কানারাম। স্ত্রী রেখার সঙ্গে নাকি কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল তাঁর। তাই বউকে খুশি করতে জয়পুরে ঘুরতে নিয়ে এসেছিলেন যুবক। কেনাকাটা, খাওয়া দাওয়ার পর আদিপুরুষ দেখার পরিকল্পনা করেন তাঁরা। সেই মতো পিঙ্ক স্কোয়ার মলে গিয়েছিলেন স্বামী স্ত্রী।

আদর্শ নগর থানায় অভিযোগ জানিয়ে কানারাম বলেন, ইন্টারভ্যালের সময়ে তাঁর স্ত্রী তাঁর কাছে জল এবং পপকর্ন খাওয়ার আবদার জানান। কানারাম পপকর্ন কিনে ফিরে এসে দেখেন সিট খালি, স্ত্রী উধাও। আশেপাশের কয়েকজন দর্শক তাঁকে জানান যে তাঁর স্ত্রী সিনেমা হলের বাইরে বেরিয়ে গিয়েছেন।

গোটা মল তন্নতন্ন করে খুঁজে না পেয়ে শেষে একজনের কাছে কানারাম জানতে পারেন তাঁর স্ত্রীকে মলের বাইরে বেরোতে দেখা গিয়েছে। কানারাম দাবি করেন, পাশেই বাসস্টপে পৌঁছে তিনি দেখতে পান যে তাঁর স্ত্রী দিল্লি যাওয়ার বাসে বসে রয়েছেন। সে বাস থামাতে পারেননি কানারাম। তারপরেই থানায় এসে অভিযোগ দায়ের করেন তিনি।

কানারামের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শাহপুরা এলাকায় রেখার বাপের বাড়িতে খোঁজ করে পুলিশ। জানা যায়, এই বিয়েতে মত না থাকায় সাত দিন পরেই পালিয়ে বাপের বাড়িতে ফিরে এসেছে রেখা। এমনতরো কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছে পুলিশও।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর