প্রতিশোধ! প্রেমিকার বিয়েতে এমন এক উপহার পাঠালেন প্রেমিক, যা খুলতেই নেমে এল ভয়ঙ্কর বিপত্তি

বাংলাহান্ট ডেস্ক: প্রেমে প্রত্যাখ্যাত প্রতিশোধ স্পৃহা! আর তার থেকেই ভয়ঙ্কর ঘটনা ঘটাল এক যুবক। আধুনিক এই সামাজে অপরাধ প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। সামান্য কোনও ঘটনা ঘটলেই মানুষ প্রতিশোধের দিকে ক্রমশ ঝুঁকছে। আর এর থেকেই বাড়ছে অপরাধ। এবার সুরাটে এক যুবক প্রেমিকার উপর প্রতিশোধ নিতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটাল। প্রেমে প্রত্যাখ্যাত ওই যুবকের প্রতিহিংসার কারণে আহত হলেন দুই নিরপরাধ মানুষ।

জানা গিয়েছে, নভসারি ছেলের ভাসদা তালুকের মেন্দাবারি গ্রামের বাসিন্দা লতিস গাভীট। তার বিয়ে হয় জয়পুর গ্রামের সালমা হরিশ্চন্দ্র গাবলির সঙ্গে। অনুষ্ঠানে উপহার খুলে দেখছিলেন বর এবং তার পরিবারের লোকজন। প্রাপ্ত উপহারের মধ্যে থেকে একটি ইলেকট্রনিক্স টেডি বিয়ার তার খুব পছন্দ হয়ে যায়। সেটিকে চার্জে বসাতে যান তিনি।

সেই সময় তার পিছনে ছিল তার ভাইপো। কিন্তু টেডি বিয়ার চার্জে বসাতেই বিস্ফোরণ ঘটে খুব জোরে। আর তার জেরেই বর এবং তার ভাইপো গুরুতর জখম হন। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন করে কনে এবং তার বাড়ির অন্যান্য সদস্যরা। গোটা ঘটনার কথা বাবাকে ফোন করে জানান সালমা এরপর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। তড়িঘড়ি পুলিশ এসে শুরু করে তদন্ত।

আর তদন্ত শুরু করতেই প্রকাশ্যে আসে নয়া তথ্য। জানা গিয়েছে যে, পার্শ্ববর্তী গ্রামের এক আশাকর্মী তাদের এই উপহার দিয়েছিলেন। এরপরেই আশাকর্মীকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে রাজু প্যাটেল নামক এক যুবকের নাম। সালমার বাবার কথায়, রাজু আসলে তার বড় মেয়ের সহবাস সঙ্গী ছিলেন। তাদের এক সন্তানও আছে। বর্তমানে তারা আলাদা থাকেন। ব্যক্তিগত আক্রোশ থেকেই ওই যুবক এমন ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের দাবি। জখম দুই ব্যক্তির চিকিৎসা চলছে বলেই পুলিশ সূত্রে খবর।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর