স্বস্তির খবর KKR শিবিরে! IPL খেলতে দুবাই পৌঁছে গেলেন রাসেল-নারিন

বাংলা হান্ট ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলে আইপিএল শুরু হওয়ার 6 দিন আগেই সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছে গেলেন কলকাতা নাইট রাইডার্স এর দুই তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। এর ফলে কিছুটা স্বস্তির ছায়া কলকাতা নাইট রাইডার্স শিবিরে কারণ কেকেআর টিম ম্যানেজমেন্ট মনে করছেন আইপিএলের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে এই দুই তারকাকে।

বিসিসিআই বেঁধে দেওয়া করোনা প্রটোকল অনুযায়ী সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছে প্রথমে ছয় দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে। তারপরেই তারা কেকেআর দলের সঙ্গে অনুশীলনে যোগদান করতে পারবেন। আইপিএল শুরু হচ্ছে আগামী 19 শে সেপ্টেম্বর থেকে এবং কেকেআরের প্রথম ম্যাচ আগামী 23 শে সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তাই হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতার প্রথম ম্যাচ থেকেই এই দুই তারকাকে পেয়ে যাবে কেকেআর।

https://www.instagram.com/p/CFEDtADFLst/?igshid=1236qj5vjrrx7

গতবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শেষ করেছিল 5 নম্বর পজিশনে কিন্তু এবারের আইপিএলে কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামছে একথা আগেই পরিষ্কার করে দিয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার নিলামে বেশ কয়েকজন তারকাকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তাদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান, বিধ্বংসী ব্যাটসম্যান টম ব্যান্টন। এছাড়াও রয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান বোলার প্যাট কামিন্স। কিন্তু আইপিএল জেতার জন্য কলকাতা নাইট রাইডার্স এর অন্যতম প্রধান ভরসা রাসেলের চওড়া ব্যাট এবং সুনীল নারিন এর অলরাউন্ড পারফরম্যান্স।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর