মুখ পোড়ালো চীন ! কক্ষপথে পৌঁছানোর আগেই খারাপ হয়ে গেল স্যাটেলাইট

চিনের (china) অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ব্যর্থ হল। চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে খবর, উৎক্ষেপন সঠিকভাবে হলেও কিছুক্ষণ পরেই যান্ত্রিক গোলযোগ দেখা দিতে শুরু করে উপগ্রহটিতে। যার জেরে পৃথিবীর কক্ষপথে পৌঁছাতেই পারল না চীনা উপগ্রহটি।

images 32 4

জানা যাচ্ছে, ‘জিলিন-১ গাওফেন ০৩সি’ নামের এই উপগ্রহটি রাত ১ টা নাগাদ কুয়াইঝাও-১ এ লঞ্চ প্যাড থেকে সফলভাবে উৎক্ষেপিত হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটিতে বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে থাকে৷ যার জেরে সম্পূর্ণ মিশনটি ব্যর্থ হয়। চীনা বিজ্ঞানীরা এই মুহুর্তে মিশনের ব্যর্থতার কারন অনুসন্ধান করছে।

চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলেও বিশদ কোনো তথ্যই ভাগ করে নেয় নি তারা৷ এমন এই মিশনের ব্যর্থতা নিয়ে মুখে কুলুপ এঁটেছে মিশনের সাথে জড়িত বিজ্ঞানীরাও।

চীন সরকারের তরফে মিশনের ব্যর্থতা স্বীকার করা হলেও বিস্তারিত কিছু বলা হয় নি। তারা শুধু জানিয়েছে, ঠিক কি কারনে এই মিশন ব্যর্থ হল তা খতিয়ে দেখা হচ্ছে। মিশনটি পুনরায় আবার চালু করা হবে কিনা তা নিয়েও কোনো বক্তব্য দিতে নারাজ জিংপিং সরকার।

 

 

 

সম্পর্কিত খবর